প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:০৯ পিএম

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মিদের মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে মহড়া প্রদর্শন করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
আলোচনা অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজ্জাক আলী, এমজে এসকে এস থ্রাইভ প্রকল্প, প্রকল্প সমন্বয় কারী রেজাউল করিম, ফ্রেন্ডশিপ সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, বিল্ডিং রেসিডেন্স মো. জিয়াউর রহমান, এমজে এসকে এস থ্রাইভ প্রকল্প সিডিও শাহাদৎ হোসেন মিঠু, উপজেলা কোর্ডিনেটর, অ্যাডভোকেসি, নেটোয়ার্কিং ও মাইগ্রেশন ইএসডি ও মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।
এ সময় ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিওর প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকরা উপস্থিতি ছিলেন।
আজকালের খবর/ওআর