মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫
বেলকুচিতে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
দেশের সামগ্রিক উন্নয়ন ও মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে: এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতা, মনুষ্যত্ব আর নৈতিক মূল্যবোধ দিয়ে দেশের রাজনৈতিক ময়দানে এক নতুন ধারা ও অধ্যায়ের সূচনা করেছে। সেই নৈতিক মূল্যবোধ ও অধ্যয়ের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে।

আজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

রাজাপুর দাখিল মাদরাসা চত্বরে আয়োজিত এবং ওয়ার্ড সভাপতি মাওঃ রুহুল আমীনের সভাপতিত্বে ও সাবেক শিবির নেতা জুনায়েদ আহমেদ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভা ও গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। 

নির্বাচনী মতবিনিময় সভা ও গণসমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, বেলকুচি উপজেলার সাবেক আমীর মাওঃ আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম, বেলকুচি উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ আহসান হাবীব, রাজাপুর ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল কুদ্দুস, জামায়াত নেতা ডাঃ রেজাউল করিম, শাকিল আহমেদ ও আব্দুল কাইয়ুম প্রমুখ। 
   
নির্বাচনী মতবিনিময় সভা ও গণসমাবেশে বিশেষ অতিথি বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, আগামীর জাতীয় নির্বাচন অবাধ, গ্রহনযোগ্য ও নিরোপেক্ষ হবে বলে দৃঢ় প্রত্যয় ও আশা ব্যক্ত করে দাঁড়িপাল্লা ও জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্র ভিত্তিক ব্যাপক জনমত গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ময়দানে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মিসরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
লড়াই করেও হেরে গেলো টাইগ্রেসরা
আম-ছালা দুইটাই হারানোর ভয় জামায়াতের
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা
১২ দিনে প্রবাসী আয় এসেছে ১১৮ কোটি ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শহীদ মিনারেই রাত কাটাবেন আন্দোলনরত শিক্ষকরা
বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
গাজীপুর সিটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসি ল্যান্ডের পদায়ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft