মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫
সাংবাদিক হায়াত উদ্দীন হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
এস এম তৌহিদুজ্জামান, সাতক্ষীরা
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:১৭ পিএম
দৈনিক ভোরের চেতনার বাগেরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক এ. এস. এম. হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যা সহ সারাদশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১১ অক্টোবর) সকাল  ১১ টায় শহরের নিউমার্কেট মোড়স্থ শহীদ সম আলাউদ্দিন চত্তরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনটি  অনুষ্ঠিত হয় ।

সাতক্ষীরা  প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক বেলাল হেসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন , প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী  , সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,  একাত্তর টিভির বরুণ ব্যনার্জী  , চ্যানেল টুয়েন্টি ফোরের আমিনা বিলকিস ময়না, যমুনা টিভির আকরামুল ইসলাম ,  এখন টিভির আহসানুর রহমান রাজিব ,মানবজমিনের এস. এম. বিপ্লব হোসেন ,  স্বদেশ প্রতিদিনের সোহাগ হোসেন , ভোরের সকালের তৌফিকুজ্জামান লিটু প্রমূখ ।

এসময় বক্তারা বলেন,  সাংবাদিকদের কাজ মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ করা নয় ,তাদের কাজ হচ্ছে  সমাজ ও রাস্ট্রের  অনিয়ম এবং দূনীতি তুলে ধরা। একাজ করতে গিয়ে  আজ  বাগেরহাটের সাংবাদিক হায়াত উদ্দীনকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হল ।

প্রশাসন তার ব্যাপারে কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি! তাই বাধ্য হয়ে আজ আমরা  এই রাস্তায় দাঁড়িয়েছি । বিগত সরকারের আমল থেকে সাংবাদিকদের হত্যা ও নির্যাতন করা হয়েছে। এই সরকার আসার পর দেশের সাতজন সাংবাদিকে হত্যা করা হয়েছে । আমরা তার  কোন বিচার পাইনি।

অনীতিলম্বে এই হত্যায় কারা জড়িত কোন রাজনৈতিক দলের মদত আছে কিনা তা খুঁজে বের করে পদক্ষেপ নেওয়ার জন্য অর্ন্তবর্তী সরকারে প্রতি আহবান জানান তারা ।

উল্লেখ্য : গত ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার এ. এস. এম হায়াত উদ্দীন বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন মোটর সাইকেলে আসা কিছু দূর্বিত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে ফেলে যায় । পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হয় । পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান । 

এঘটনায় তার মা  হাসিনা বেগম বাদী হয়ে স্থানীয় বি এনপি কর্মী মো. ইসমাইল মোল্যাকে প্রধান আসামী সহ ৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দ্বায়ের করেন। এঘটনায় পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মিসরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
লড়াই করেও হেরে গেলো টাইগ্রেসরা
আম-ছালা দুইটাই হারানোর ভয় জামায়াতের
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা
১২ দিনে প্রবাসী আয় এসেছে ১১৮ কোটি ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শহীদ মিনারেই রাত কাটাবেন আন্দোলনরত শিক্ষকরা
বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
গাজীপুর সিটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসি ল্যান্ডের পদায়ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft