প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:১৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরে বিশেষ কর্মসূচি আয়োজন করেছে। আগামীকাল শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করবেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
কর্মসূচি শেষে দুপুর ১টা ৩০ মিনিটে তিতারকুল ব্রিজ সংলগ্ন উন্মুক্ত জলাশয়ে প্রধান অতিথি মাছের পোনা অবমুক্ত করবেন-যা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দলের প্রতিশ্রুতির প্রতীকী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সাবেক গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বিএনপির এই সদস্য সংগ্রহ কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে। আমরা চাই, তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করে বিএনপির গণভিত্তি আরও শক্তিশালী করুক।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ নগরীতে বিএনপির এই কর্মসূচি সংগঠন পুনর্গঠন ও মাঠপর্যায়ে নতুন নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের খবর/বিএস