প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৬:২২ পিএম

জাগো-বাহে তিস্তা বাঁচাই। ডাক দিয়েছেন খালেদা জিয়ার ভাগ্নে তুহিন ভাই, ঘরে থাকার সময় নাই। আইসো বাহে সবাই, হামরা এবার তিস্তা বাঁচাই, দেশ বাঁচাই- এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে গণমিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে ডিমলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতিও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক সেতরা সুলতানা, সাবেক সাধারণ সম্পাদকও জেলা আহ্বায়ক কমিটির সদস্য বদিউজ্জামান রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুর রহমান গাজী, ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন প্রিন্সসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা কেবল নদী তীরবর্তী জনগণের জন্য নয়, এটি সমগ্র বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে, যাতে উত্তরাঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনের ভয়াবহতা থেকে রক্ষা পায়।
আজকালের খবর/ওআর