শুক্রবার ১০ অক্টোবর ২০২৫
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়: শওকত সরকার, রনি, মাজহারুলসহ একাধিক মনোনয়ন প্রত্যাশী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:৩৩ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও তৎপরতা। এখনো আনুষ্ঠানিকভাবে দল থেকে কারো নাম ঘোষণা না হলেও, মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন হাফ ডজনেরও বেশি মনোনয়নপ্রত্যাশী। জেলার ছয়টি আসনের মধ্যে এই আসনটি সবসময়ই বিএনপির কাছে গুরুত্বপূর্ণ বা “ভিআইপি আসন” হিসেবে বিবেচিত।

দলীয় সূত্র জানায়, এখন পর্যন্ত কারও হাতে আনুষ্ঠানিক মনোনয়নপত্র বা সবুজ সংকেত দেওয়া হয়নি। তবে মহানগর ও উপজেলা পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান মজবুত করতে ব্যস্ত সময় পার করছেন। আসনটি মহানগরের জনবহুল ২৫টি ওয়ার্ড ও সদর উপজেলার একটি ইউনিয়ন নিয়ে গঠিত, যেখানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম-সম্পাদক হান্নান মিয়া হান্নু, সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন চৌধুরী, এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন শাহীন- সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন।

 আজ বৃহস্পতিবার আদালতপাড়া এলাকায় রাস্ট্র সংস্কার ও জনগণের কল্যাণে ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ করেন শওকত সরকার ও তার সহযোগীরা। আগের দিন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনিও জয়দেবপুর বাজার এলাকায় অনুরূপ জনসংযোগ করেন। মাঠ পর্যবেক্ষণে দেখা যায়, বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রনি ও শওকত সরকার।

একই আসনে বিএনপির শরিক জামায়াতে ইসলামী ইতিমধ্যে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর হোসেন আলীকে। তিনিও প্রচারণায় নেমেছেন এবং নিজ অবস্থান শক্ত করছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, শওকত হোসেন সরকার গত ১৭ বছর ধরে রাজপথে সক্রিয় থেকে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। একাধিকবার গ্রেফতার ও কারাবরণ করা এই নেতা দল ও জনগণের কাছে সজ্জন ও ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে পরিচিত। তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও দীর্ঘ—তার দাদা, বাবা, চাচা ও ভাই কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বর্ণপদকপ্রাপ্ত।

অন্যদিকে, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি নিজের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে মাঠে নেমেছেন। তিনি প্রয়াত সাবেক মন্ত্রী ও গাজীপুরের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের সন্তান। দলীয় নেতারা বলছেন, রনি 'মান্নান ব্র্যান্ড রাজনীতি'-র ধারক হিসেবে গাজীপুরবাসীর ভালোবাসা অর্জন করেছেন। তিনি জনগণের উন্নয়নকেন্দ্রিক রাজনীতি, বিশেষ করে তার বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে প্রচারণা চালাচ্ছেন।

রনি বলেন, গাজীপুরের মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমার শক্তি। আমি আপনাদের সঙ্গে নিয়ে আমার বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করে আধুনিক ও উন্নত গাজীপুর গড়ে তুলতে চাই।

স্থানীয় নেতারা জানান, আগে গাজীপুর-২ আসনের সঙ্গে কাশিমপুর ও বাসন থানা যুক্ত ছিল না। বর্তমানে এ দুটি থানা অন্তর্ভুক্ত হওয়ায় ভোটের হিসাব-নিকাশে বড় পরিবর্তন এসেছে। এ দুই থানার ভোটার সংখ্যা প্রায় অর্ধেক হওয়ায় জয়-পরাজয়ে এ অঞ্চল এখন নির্ধারক ভূমিকা পালন করবে।

ডা. মাজহারুল আলম, সাবেক জেলা ছাত্রদল নেতা হান্নান মিয়া হান্নু, এবং আফজাল হোসেন কায়সারও নিজ নিজ সমর্থক নিয়ে মাঠে রয়েছেন।

ডা. মাজহারুল আলম পেশাজীবী সংগঠন 'ড্যাব' ও 'জিয়া পরিষদ'-এর জেলা সভাপতি হিসেবে সুপরিচিত এবং একজন উদার ও সংগঠক নেতা হিসেবে সুনাম অর্জন করেছেন।

হান্নান মিয়া হান্নু তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরে ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছেন।

স্থানীয় নেতারা বলেন, গাজীপুর বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন, গ্রেফতার ও নির্যাতনের মুখে থেকেও সংগঠন ধরে রেখেছে। তারা মনে করেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তিই বিএনপিকে আবারও সামনে নিয়ে আসবে।

একজন নেতা বলেন, স্বৈরাচারী সরকার গণতন্ত্র ও জনগণের অধিকার কেড়ে নিয়েছিল। এখন সময় এসেছে সেই অধিকার পুনরুদ্ধারের। তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও জনগণের পাশে থাকব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নির্ধারণে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হবে সংগঠনের মাঠপর্যায়ের সক্রিয়তা, জনসম্পৃক্ততা ও ত্যাগী নেতার গ্রহণযোগ্যতা।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শওকত সরকার ও রনি,  মাজহারুল, হান্নান মিয়া হান্নু  মধ্যে যে কেউ মনোনয়ন পেলে অন্যরা দলীয় ঐক্য বজায় রেখে প্রচারে থাকবেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়: শওকত সরকার, রনি, মাজহারুলসহ একাধিক মনোনয়ন প্রত্যাশী
লড়াই করে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হার
শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ আইসিটি সার্ভিস বাস্তবায়নে বিলম্ব: জটিলতা, বাধা ও সম্ভাবনা
হঠাৎ আলোচনায় ‘ইবি সংস্কার আন্দোলন’, প্রশ্নের মুখোমুখি
রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হবে না: ইবি ভিসি
দেবীদ্বারে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
গাজা যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা, মিসর যাচ্ছেন ট্রাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft