প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:৫০ পিএম

গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া এলাকায় অনুমোদনবিহীনভাবে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা গেছে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটি পাঁচতলা পর্যন্ত নির্মাণের অনুমতি থাকলেও তিনি তা অমান্য করে অতিরিক্ত তলা নির্মাণ করেছেন। অভিযোগ রয়েছে, ভবনের একটি অংশ পাশের জমির ওপর গিয়েও পড়েছে, যা অন্যের মালিকানাধীন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. শাহিন জানান, অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের চারপাশে নির্দিষ্ট ফাঁকা জায়গা রাখার কথা। কিন্তু, তারা জায়গা না রেখে আমাদের জমির অংশেও ভবন সম্প্রসারণ করেছে। আমরা জিডিএতে লিখিত অভিযোগ দিয়েছি, তবে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দ্রুত অবৈধ অংশ অপসারণ ও নকশা যাচাইয়ের দাবি জানান।
জিডিএ সূত্রে জানা গেছে, ভবন মালিককে অনুমোদিত নকশা প্রদানের জন্য দুই দফা নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
যোগাযোগ করা হলে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ইমারত নির্মাণ আইন, ১৯৫২ (সংশোধিত ২০০৬) এবং ইমারত বিধিমালা, ২০০৮ অনুযায়ী অনুমোদনবিহীন নির্মাণ দণ্ডনীয় অপরাধ। বারবার নোটিশ দেওয়ার পরও সাড়া না পেলে ভবনটির ইউটিলিটি সংযোগ বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, কুনিয়া এলাকায় এ ধরনের অনুমোদনবিহীন ভবন নির্মাণ এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তারা দ্রুত জিডিএর তদারকি ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
আজকালের খবর/ওআর