শনিবার ৮ নভেম্বর ২০২৫
অনুমোদন ছাড়াই কুনিয়ায় ৬ তলা ভবন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:৫০ পিএম
গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া এলাকায় অনুমোদনবিহীনভাবে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। 

অনুসন্ধানে জানা গেছে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটি পাঁচতলা পর্যন্ত নির্মাণের অনুমতি থাকলেও তিনি তা অমান্য করে অতিরিক্ত তলা নির্মাণ করেছেন। অভিযোগ রয়েছে, ভবনের একটি অংশ পাশের জমির ওপর গিয়েও পড়েছে, যা অন্যের মালিকানাধীন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. শাহিন জানান, অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের চারপাশে নির্দিষ্ট ফাঁকা জায়গা রাখার কথা। কিন্তু, তারা জায়গা না রেখে আমাদের জমির অংশেও ভবন সম্প্রসারণ করেছে। আমরা জিডিএতে লিখিত অভিযোগ দিয়েছি, তবে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দ্রুত অবৈধ অংশ অপসারণ ও নকশা যাচাইয়ের দাবি জানান।

জিডিএ সূত্রে জানা গেছে, ভবন মালিককে অনুমোদিত নকশা প্রদানের জন্য দুই দফা নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

যোগাযোগ করা হলে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ইমারত নির্মাণ আইন, ১৯৫২ (সংশোধিত ২০০৬) এবং ইমারত বিধিমালা, ২০০৮ অনুযায়ী অনুমোদনবিহীন নির্মাণ দণ্ডনীয় অপরাধ। বারবার নোটিশ দেওয়ার পরও সাড়া না পেলে ভবনটির ইউটিলিটি সংযোগ বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কুনিয়া এলাকায় এ ধরনের অনুমোদনবিহীন ভবন নির্মাণ এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তারা দ্রুত জিডিএর তদারকি ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোয়ালমারী রণক্ষেত্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কত দূর এগোলো ইসি
গুরুতর অসুস্থ বরেণ্য পরিচালক শেখ নজরুল
গুরুতর অসুস্থ বরেণ্য চলচ্চিত্র সমালোচক মাহমুদা চৌধুরী
কাল থেকে লাগাতার অবস্থানের ডাক প্রাথমিকের সহকারী শিক্ষদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে 'ধুম্রজাল'
পদ ফিরে পেলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচি
উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে: মির্জা ফখরুল
জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি
চট্টগ্রামে গোলাগুলি ও হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft