শনিবার ১১ অক্টোবর ২০২৫
গৌরনদীতে কলেজছাত্র বলাৎকার মামলায় বিএনপি নেতা ‘কিং মাসুদ সরদার’ গ্রেপ্তার
কাজী রনি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৩:৫১ পিএম
বরিশালের গৌরনদীতে কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি ইতালি প্রবাসী বিএনপি নেতা কিং মাসুদ সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর রাতে তাকে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া মাসুদ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে এলাকায় অবস্থান নিতে শুরু করেন তিনি। এরপর নিজেকে ইতালি প্রবাসী বিএনপি নেতা পরিচয়ে বিভিন্ন প্রভাবশালী নেতার সঙ্গে তোলা ছবি ও ব্যানার-পোস্টারের মাধ্যমে এলাকায় ব্যপক রাজনৈতিক প্রভাব বিস্তার করেন।

অভিযোগ অনুযায়ী, গত ৭ অক্টোবর সন্ধ্যায় মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রকে (১৭) তার সহপাঠী কমলাপুর গ্রামের ইমন সরদারের মাধ্যমে ডেকে নেয় কিং মাসুদ। প্রথমে তারা সমরসিংহ বাজারে যায়। পরে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ড হয়ে খাঞ্জাপুর গ্রামের সামসুল হক ফকিরের ছেলে নিলয় আহমেদের বাড়িতে নিয়ে যায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সেখানে ইমন ও নিলয় ঘর থেকে বেরিয়ে গেলে মাসুদ সরদার ভয়ভীতি দেখিয়ে কিশোরটিকে বিবস্ত্র করে জোরপূর্বক বলাৎকার করে। পরে কাউকে কিছু জানাতে প্রাণনাশের হুমকিও দেয়। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানালে তারা গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ‘র‌্যাব-৮ কর্তৃক গ্রেপ্তারের পর কিং মাসুদকে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি নিলয় আহমেদকেও আমরা পূর্বে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। পলাতক ইমন সরদারকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শান্তিতে পাওয়া নোবেল ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনা
নোবেলজয়ী কোরিনা মাচাদোকে ড. ইউনূসের অভিনন্দন
গাজীপুরে বিএনপির সদস্য সংগ্রহ-ফরম বিতরণ কর্মসূচি শনিবার
সড়কে মাছের পোনা ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ
চিকিৎসায় সবার সহযোগিতা চান গাজীপুর সিটির ওয়ার্ড সচিব নাজিম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়: শওকত সরকার, রনি, মাজহারুলসহ একাধিক মনোনয়ন প্রত্যাশী
লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট
গৌরনদীতে কলেজছাত্র বলাৎকার মামলায় বিএনপি নেতা ‘কিং মাসুদ সরদার’ গ্রেপ্তার
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনাসদস্যদের গ্রেপ্তার চান নাহিদ ইসলাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft