প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১১:০৫ পিএম

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মজীবন অতিবাহিত করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড সচিব নাজিম । কর্মজীবনের প্রতি অটল নিষ্ঠা থাকা সত্ত্বেও আজ তিনি নিজেই লড়ছেন জীবন-মৃত্যুর সঙ্গে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই কর্মকর্তা সাত বছর ধরে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।
নাজিম জানান, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার কাছেই ধার-দেনা করে চিকিৎসা চালিয়ে এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই। ইনজেকশনগুলো না নিলে অবস্থার অবনতি হয়, কিন্তু এখন আর সেই সামর্থ্য নেই।
অসুস্থ এই কর্মকর্তা আরও বলেন, যে প্রতিষ্ঠানে এত বছর সততার সঙ্গে কাজ করেছি, আজ সেই প্রতিষ্ঠান থেকে যদি মানবিক সহায়তা পেতাম, অন্তত শেষ চেষ্টা হিসেবে মনে শান্তি পেতাম। মৃত্যুভয় নয়, কষ্ট হয় আমার ছোট দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে-ওদের ভবিষ্যৎ ভেবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী একজন দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা হিসেবে সুপরিচিত। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবসময় প্রশংসিত। তার নেতৃত্বে সিটি কর্পোরেশনের কাজের গতি ও সেবার মানে এসেছে ইতিবাচক পরিবর্তন।
এমন সময়ে একজন কর্মনিষ্ঠ, সৎ কর্মকর্তা নাজিম যখন জীবনের কঠিন লড়াইয়ে হার মানতে বসেছেন, তখন মানবিক দৃষ্টিকোণ থেকে সিটি কর্পোরেশনের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়।
একজন অসুস্থ সহকর্মীর চিকিৎসায় সহযোগিতা করা শুধু দায়িত্ব নয়, এটি মানবতারও প্রকাশ। তার সহকর্মীরা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ-অসুস্থ কর্মকর্তা নাজিমের পাশে দাঁড়ান, তার চিকিৎসার খরচে সাহায্যের হাত বাড়িয়ে দিন। হয়তো আপনার সামান্য সহায়তাই তাকে নতুন করে বাঁচার সাহস জোগাবে।
হায়াত-মউত আল্লাহর হাতে-তবু চিকিৎসা, সহমর্মিতা ও মানবিক সহায়তার মাধ্যমে একজন মানুষের বাঁচার শেষ চেষ্টা সম্ভব। গাজীপুর সিটি কর্পোরেশন যদি এই সহায়তার হাত বাড়িয়ে দেয়, তবে তা হবে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আজকালের খবর/বিএস