প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:৩৭ এএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা এবং জনগণকে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমিকম্পটি শুক্রবার দেশটির মিন্ডানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় শহরের উপকূলবর্তী সমুদ্রে আঘাত হানে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার সুনামি ঢেউ দেখা যেতে পারে। বিশেষ করে সংকীর্ণ উপসাগর ও প্রণালিগুলোর আশপাশে ঢেউয়ের উচ্চতা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
সিসমোলজি ইনস্টিটিউটটি উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থান বা মূল ভূখণ্ডের ভেতরে সরে যেতে পরামর্শ দিয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র : আলজাজিরা
আজকালের খবর/বিএস