প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:৩২ পিএম

কক্সবাজারের উখিয়া সীমান্তে আবারও মিয়ানমারের ভেতর থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টার পর থেকে শুরু হয়ে রাত ২টা পর্যন্ত থেমে থেমে এই গোলাগুলির শব্দে সীমান্তজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মো. ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উখিয়া ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার থাইংখালী, ধামনখালী এবং রহমতের বিল জিরোপয়েন্টসংলগ্ন এলাকার মানুষজন রাতভর আতঙ্কে সময় কাটান। সীমান্তের কাছাকাছি বসবাস করায় গোলাগুলির শব্দ বাংলাদেশের দিক থেকেও স্পষ্ট শোনা যায়। নারী-পুরুষ ও শিশুরা আতঙ্কে ঘর থেকে বের হননি।
জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও রোহিঙ্গা স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, রাত ২টা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে সীমান্তে চরম ভয়ভীতি ছড়িয়ে পড়ে। একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। দীর্ঘদিন পর এমন গোলাগুলির শব্দ শোনা গেল।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারের ভেতরে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ক্যাম্পের এক রোহিঙ্গা আহত হয়েছেন।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, মিয়ানমারের ভেতরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজকালের খবর/ওআর