শনিবার ১১ অক্টোবর ২০২৫
চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সনি আটক
দামুড়হুদা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:৩১ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪টি দেশি ধারালো অস্ত্র, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ বোতল বিদেশি মদ, ৫০০ টাকার জাল নোট, নগদ ২ লাখ ৪৭ হাজার ৮৩০ টাকা, এবং ২টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা করেছে। 

এসময় চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইসরাফিল আলম সনিকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী পিয়াল মাহমুদ সাদ্দাম পালিয়ে যায়। 

ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে মঙ্গলবার (৭ অক্টোবর)  সন্ধ্যা রাত ৮ টার সময় যৌথ বাহিনী আলমডাঙ্গা মিয়া পাড়ায় এই অভিযান চালায়।

এই অভিযানে কুখ্যাত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আটককৃত ইসরাফিল আলম সনি আলমডাঙ্গা মিয়া পাড়ায় মো. আবু তাহেরের ছেলে এবং পলাতক পিয়াল মাহমুদ একই এলাকার মৃত. মজিদ মিয়ার ছেলে।

আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে আলমডাঙ্গা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও আলমডাঙ্গা থানা পুলিশ আলমডাঙ্গা মিয়া পাড়ায় যৌথ অভিযান চালায়। 

অভিযানকালে ইসরাফিল আলম সনির কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা, ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ বোতল বিদেশি মদ, ৪টি দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি, রামদা এবং হাসুয়া), ৫০০ টাকার জাল নোট ১টি, নগদ ২ লাখ ৪৭ হাজার ৮৩০ টাকা, এবং ২টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। এসময় পিয়াল মাহমুদ সাদ্দাম পালিয়ে যায়।

আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শান্তিতে পাওয়া নোবেল ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনা
নোবেলজয়ী কোরিনা মাচাদোকে ড. ইউনূসের অভিনন্দন
গাজীপুরে বিএনপির সদস্য সংগ্রহ-ফরম বিতরণ কর্মসূচি শনিবার
সড়কে মাছের পোনা ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ
চিকিৎসায় সবার সহযোগিতা চান গাজীপুর সিটির ওয়ার্ড সচিব নাজিম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়: শওকত সরকার, রনি, মাজহারুলসহ একাধিক মনোনয়ন প্রত্যাশী
লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট
গৌরনদীতে কলেজছাত্র বলাৎকার মামলায় বিএনপি নেতা ‘কিং মাসুদ সরদার’ গ্রেপ্তার
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনাসদস্যদের গ্রেপ্তার চান নাহিদ ইসলাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft