প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:১১ পিএম

প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে সোনাতলায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোনাতলা পৌরসভা রোড সোনাতলা মহিলা কলেজ সংলগ্ন মায়ের আঁচল অনলাইন সার্ভিস ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি সার্ভেয়ার মো. মোয়াজ্জেম হোসেন, পৌর ইঞ্জিনিয়ার আবু শাহিন, পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজু, কম্পিউটার অপারেটর আবু রায়হান, নাজির কাম ক্যাশিয়ার মো. শাহেদ, সাটিফিকেট সহকারী আব্দুল আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হচ্ছে।
তিনি আরও জানান, ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট স্থান। এখান থেকে জেলার ভূমি সেবা গ্রহীতারা সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন। সেবা গুলোর মধ্যে রয়েছে- ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদনসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা।
আজকালের খবর/ওআর