
নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে ফেনীবাসীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার লক্ষে গঠন করা হয়েছে ফেনী ফোরাম মাদ্রিদ স্পেন।
যা মাতৃভূমিাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এ সংগঠন, সাহায্য সহযোগিতার পাশাপাশি,আর্তমানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন সাংগঠনের নবনির্বাচিত নের্তৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন, সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি মোহাম্মদ পারভেজ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন। এছাড়াও প্রধান উপদেষ্টা মোহাম্মদ বেলাল, সদস্য জালাল আহমেদ, আবুল কাসেম, জাহাঙ্গীর আলম। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী কিছুদিনের মধ্যে অভিষেক অনুষ্ঠান আয়োজন করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানান। বনভোজন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক এ,কে এম জহিরুল ইসলাম,মোঃ মিয়া ,বৃহত্তর সিলেট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক মোহাম্মদ দবির তালুকদার। গত ২০ আগষ্ট মাদ্রিদের গ্লোরিয়েতা এমবাখাদোরেছ থেকে ২ টি বাস এবং বেশ কয়েকটি প্রাইভেট কারে চড়ে ফেমেলীসহ প্রায় দেড় শতাধিক ভ্রমণ পিপাসু মানুষ নিয়ে বনভোজনের উদ্দেশ্যে ছুটে যান মাদ্রিদ থেকে দূরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড় লেক সবুজের সমারোহ " লাগুনাছ দে রুইদেরা। বাস থেকে নেমে যে যার মতো ছুটাছুটি, প্রচন্ড গরমে অনেকেই নেমে পরেন লেকের হীম শীতল নীল জলে।
সাঁতার কাটা, পানিতে ভলিবল খেলা,আনন্দ উছ্বাসে জলকেলিতে মেতেছিলেন সবাই। দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে শুরু হয় ভাই ভাবি শিশুদের নানা খেলাধুলার আয়োজন। এ সময় সকলের উপস্থিতিতে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ বেলাল, আনন্দ উচ্ছাসে করতালির মাধ্যমে নতুন কমিটির নেতৃবৃন্দকে সবাই স্বাগত জানান উপস্থিত সবাই। বনভোজন অনুষ্ঠানের স্বেচ্ছাসেবী দায়িত্ত পালনসহ সহযোগিতায় ছিলেন, ইসতিয়াক আহমেদ শাওন, শহীদুল ইসলাম বাবুল, সাইদুল আলম,মোহাম্মদ ইউসুফ, ইদ্রিস ভুইয়া,শাকিল মজুমদার, দস্তগীর আলম,ইসমাইল হোসেন, নূর আলম, জাহেদুল আলম, এমদাদুল হক,মসিউর রহমান, মোহাম্মদ ইউসুফ, রেজাউল করিম, সানাউল হক সুমন, ইকবাল হোসেন মজুমদার, চয়ন,শরিফ, দাউদ, লিটন, শান্ত প্রমুখ।
এসময় "ফেনী ফোরাম "এর নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বনভোজন আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে সবার সহযোগিতায় আরও ব্যাপক পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। পরে বনভোজন অনুষ্ঠানে বিভিন্ন খেলাধূলায় অংশ নেয়া বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
প্রবাস জীবন মানেই নানা ঝুক্কি ঝামেলা, নানা চড়াই উৎরাই, নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা। ইট পাথরে ঘেরা নগর জীবনের প্রতিনিয়ত হাড়ভাংগা পরিশ্রমে মানুষ যখন হাঁপিয়ে ওঠে, তখন সে মানুষগুলো জীবনের ভিন্নতা খুজতে ছুটে যায় প্রকৃতির মাঝে, হোক সেটা পাহাড় লেক কিংবা সবুজের সমারোহ। মাদ্রিদে " ফেনী ফোরাম" এর আয়োজনে বনভোজন - ২০২৫ কিছুটা হলেও স্বস্তির অনুভূতি যোগাবে সবার মনে। নতুন উদ্যোমে আবার সবাই নিজ নিজ কাজে ব্যাস্ত হয়ে পরবেন, শুধু স্মৃতির পাতায় গেঁথে থাকবে একটি দিনের অনেক স্মৃতি অনেক অনুভূতি।
আজকালের খবর/বিএস