জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মিলেছে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে। গতকাল বৃহস্পতিবার সকালে বাসায় মোবাইল ফোন ও ট্যাব রেখে বের হওয়ার পর থেকে আর তার খোঁজ পাচ্ছিল না পরিবার।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের কলাগাছিয়া এলাকার নদীতে তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে।
কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) সালেহ আহমেদ পাঠান বলেন, আমরা মরদেহটি উদ্ধার করেছি। উদ্ধার করার পরে সবাই বলছেন, এটি সেই নিখোঁজ সাংবাদিক সাহেবের লাশ। তবে আমরা তার কাছে তেমন কোনো আইডি কার্ড (পরিচয়পত্র) পাইনি। মরদেহটির পরিচয় শনাক্ত করার জন্য তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। তার পরিবার শনাক্ত করলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নৌ-পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, লাশ বর্তমানে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে আছে। আমরা সাংবাদিক সাহেবের পরিবারকে আসতে বলেছি। তারা পরিচয় শনাক্ত করলে আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো। লাশের সঙ্গে সাংবাদিক বিভুরঞ্জনের চেহারার মিল পাওয়া গেছে।
দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক বিভুরঞ্জন সরকার গত ১৬ আগস্ট থেকে ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বের হন তিনি। এরপর আর ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রাতে ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বিভুরঞ্জন সরকার একটি নিবন্ধ লিখে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় তাদের ইমেইল করেন। ফুটনোটে তিনি লেখেন, “জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন। ”
ওই নিবন্ধে নিজের ও ছেলের অসুস্থতা, মেডিকেল পাস সরকারি কর্মকর্তা মেয়ের উচ্চতর পরীক্ষায় ‘ফেল করা’, বুয়েটে থেকে পাস করা ছেলের ‘চাকরি না হওয়া’ এবং নিজের আর্থিক দৈন্য নিয়ে হতাশার কথা লিখেছেন তিনি।
আজকালের খবর/ওআর