বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন ( রেজিষ্ট্রেশন নং ২২৩৫ ) এর বরিশাল বিভাগীয় কমিটি গঠন উপলক্ষ্যে ২২ শে আগষ্ট শুক্রবার সকাল ১০ ঘটিকায় গৌরনদী পৌরসভা সভাকক্ষে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী পৌরসভা কমিটির সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন এবং গৌরনদী পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন খন্দকার এর যৌথ সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নবগঠিত গৌরনদী সাংবাদিক ফোরাম এর সদস্য সচিব, হাফেজ, কাজী মো. মেহেদী হাসান,পরবর্তীতে জুলাই আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করার মধ্যে দিয়ে আয়োজিত প্রতিনিধি সভার সূচনা করা হয়।
ভোলা পৌর কর্মচারী সংসদ এর সভাপতি মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাবেরা সুলতানা।
বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান জিল্লু। বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ- সভাপতি নূরে আলম মানিক।
বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ সামু উজ্জামান আহমদ। বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক - ১, এনামুল হক।
বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক আবদুল হালিম মিলন।
এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর - রশীদ। গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.আব্দুস ছালেক।
বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ। ভোলা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম সহ অনান্যরা।
এ সময় বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বরিশাল বিভাগীয় কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত প্রতিনিধি সভায় বরিশাল বিভাগের প্রায় প্রতিটি পৌরসভায় কর্মরত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সদস্যদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে তারা তাদের অধিকার আদায়ের কয়েকটি দাবি তুলে ধরেন।
এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের দাবিগুলো শতভাগ আদায় এবং সারাদেশর পৌর কর্মচারীর নায্য অধিকার আদায়ে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন একযোগে কাজ করে যাবেন বলে দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আজকালের খবর/ এমকে