জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের নবনিযুক্ত উপাচার্য ড. সঞ্জয় কুমার অধিকারী
শিক্ষার্থীরাই প্রতিষ্ঠানের প্রাণ, মানসম্মত শিক্ষার মাধ্যমে গড়ব ভবিষ্যৎ
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:৪০ পিএম
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ (GUB)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী বলেছেন, শিক্ষার্থীরাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। গুণগত শিক্ষা, আধুনিক অবকাঠামো এবং গবেষণার বিস্তারের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।

আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে  গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় CSE বিভাগের শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাফাত আরা, ওই বিভাগের শিক্ষক শাহনাজ ফেরদৌস, আফ্রা ইয়ামিনি প্রীতি, তানজিলা আক্তার এবং কামরুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উপাচার্য ড. সঞ্জয় কুমার অধিকারী বলেন, আমি দায়িত্ব নিয়েছি মাত্র ক’দিন হলো, কিন্তু এর মধ্যেই বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। এই ভালোবাসা ও বিশ্বাসকে পুঁজি করেই আমি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করতে চাই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় এগিয়ে নিতে হলে শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক ল্যাব স্থাপন, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার বিকল্প নেই। আমি ইতোমধ্যেই ট্রাস্টি বোর্ড ও ইউজিসির সঙ্গে পরামর্শ শুরু করেছি। শিক্ষার্থীদের দাবি ও মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা জানান, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ আমাদের জীবনের গর্ব। এখান থেকে অর্জিত ডিগ্রি নিয়ে আমরা দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করছি। আমরা বিশ্বাস করি, ড. সঞ্জয় স্যারের দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আরও উঁচুতে উঠবে।

তারা আরও বলেন,  উপাচার্য স্যারের ইতিবাচক প্রতিশ্রুতি আমাদের আশাবাদী করেছে।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান  অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাফাত আরা বলেন, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ শুরু থেকেই কোয়ালিটি মেইনটেইন করে আসছে। আমরা শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানই নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, উপাচার্য  ড. সঞ্জয়  স্যারের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বে বিশ্ববিদ্যালয় একটি নতুন যুগে প্রবেশ করছে।

ড. সঞ্জয় কুমার অধিকারী  এ বছরের ১৯ আগস্ট  জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি নোয়াখালী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। দেশের নামিদামি বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিনের অভিজ্ঞতার অধিকারী তিনি।

ছাত্রজীবন থেকেই অত্যন্ত মেধাবী ড. অধিকারী সরকারি বৃত্তিতে তার শিক্ষাজীবন সম্পন্ন করেন। শিক্ষা ও গবেষণায় তার লেখা বহু প্রবন্ধ দেশ-বিদেশের জার্নালে প্রকাশিত হয়েছে। শিক্ষা কারিকুলাম আধুনিকীকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

শিক্ষা, সততা, নেতৃত্ব ও দূরদর্শিতার মিশেলে   এ ইউনিভার্সিটি   তার মাধ্যমে একটি নতুন দিগন্তে পৌঁছাবে বলে শিক্ষক-শিক্ষার্থীরা মনে করছেন।

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড. সঞ্জয় কুমার অধিকারীর নেতৃত্বে শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি গুণগত, সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান গড়ে উঠার আশা করছেন সংশ্লিষ্ট সকলে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ফের লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস, টানা বৃষ্টি হতে পারে যেসব জায়গায়
প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিল সৌদি আরব!
স্পেনের মাদ্রিদস্থ সামাজিক সংগঠন ফেনী ফোরামের আয়োজনে বনভোজন
সত্য লিখে বাঁচা সহজ নয়: মৃত্যুর আগে সাংবাদিক বিভুরঞ্জন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে বৈদ্যুতিক ক্যাবল চুরি
সোনাতলায় ভূমি সহায়তা সেবা কেন্দ্রের উদ্বোধন
দলের ভিতরে অনুপ্রবেশকারী ঢুকেছে, সতর্ক থাকতে হবে: লুৎফুজ্জামান বাবর
মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft