প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:৫২ পিএম

মানবিক মানুষ হওয়াই জীবনের মূল উদ্দেশ্য। সত্যকে গ্রহণ করে জীবনের সর্বস্তরে মানুষকে সহানুভূতির সাথে দেখতে শিখতে হবে শিক্ষার্থীদের এমন আহ্বান জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জিএম মাস্তাফিজুর রহমান।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় গাকৃবি হাই স্কুল কর্তৃক আয়োজিত এক অভিভাবক-শিক্ষার্থী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই কথা বলেন। সভাটি বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, প্রযুক্তির সদ্ব্যবহার ও মানবিক মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার্থীরা যেন মাদক থেকে দূরে থাকে, নৈতিকতা ও মনুষ্যত্বের পথে চলে, সে দিকেই পরিবার ও শিক্ষকদের নজর দিতে হবে।
তিনি আরও বলেন, অভিভাবকদের উচিত নিয়মিত সন্তানের পড়াশোনা, আচরণ ও মানসিক বিকাশ পর্যবেক্ষণ করা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
সভায় সভাপতিত্ব করেন গাকৃবি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাকবির রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মিয়া, প্রক্টর অধ্যাপক ড. মো. সাইফুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক ড. মো. আজিজুল হক ও মো. মমরাজ আলম।
শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক দীপক লাল ভৌমিক। পরে শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন, লক্ষ্য ও অনুভূতির কথা তুলে ধরেন। তাদের কণ্ঠে ছিল ভবিষ্যতের দৃঢ় প্রত্যয়, সাফল্যের অঙ্গীকার।
অভিভাবকেরা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং শিক্ষার্থীদের শৃঙ্খলার বিষয় নিয়ে গঠনমূলক মতামত উপস্থাপন করেন। উপাচার্য মনোযোগ দিয়ে তাদের মতামত শোনেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
আজকালের খবর/ওআর