সিলেবাস সংস্কার ও দক্ষতা উন্নয়নে বড় উদ্যোগে আইসিএমএবি-র সহযোগিতা চায় কর্তৃপক্ষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০ লাখ স্নাতকের ৪০ ভাগ বেকার: উপাচার্য
মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:২৮ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর গড়ে ১০ লাখ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করলেও, এদের অন্তত ৪০ শতাংশই চাকরি পান না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, এই পরিস্থিতির প্রধান কারণ হলো পুরনো ও অপ্রাসঙ্গিক সিলেবাস, যা আধুনিক চাকরির বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

আজ শুক্রবার রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি ভবনে অনুষ্ঠিত চতুর্থ অ্যাকাউন্টিং এডুকেটর্স কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজের শিক্ষকদের মানোন্নয়নে নতুন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশেষ করে হিসাবরক্ষণ বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভাগীয় কর্মশালা আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র ব্যবহার শেখাতে হবে এবং তাদের বহুভাষিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে মানসম্পন্ন অডিট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (ICMAB)-এর সহযোগিতা চেয়েছেন উপাচার্য।

অধ্যাপক আমানুল্লাহ বলেন, স্বাধীনতার পর অবকাঠামো উন্নয়নে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, দক্ষ জনশক্তি তৈরিতে তেমন পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এমডিজি অর্জনে কিছুটা সফলতা এলেও এসডিজি অর্জনে এখনও পিছিয়ে আছি।

হিসাবরক্ষণ পেশায় দক্ষ জনবল বৃদ্ধির দাবি

কনফারেন্সে আইসিএমএবি-র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ বলেন, অর্থনীতির আকার যত দ্রুত বাড়ছে, তত দ্রুত বাড়ছে না হিসাবরক্ষণ পেশায় দক্ষ জনবল। এই ঘাটতির সুযোগে দুর্নীতির মতো সমস্যা বাড়ছে। তিনি নৈতিকভাবে দৃঢ়, প্রযুক্তি-সক্ষম হিসাবরক্ষণ পেশাজীবী গড়ে তোলার উপর গুরুত্ব দেন।

দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে অংশ নেন কনফারেন্স গভর্নর জামাল আহমেদ চৌধুরী, আইসিএমএবির এডুকেশন কমিটির চেয়ারম্যান মো. কাওসার আলম, এবং শিক্ষা উপদেষ্টা ড. নিখিল চন্দ্র শীলসহ সারাদেশের শিক্ষাবিদ ও পেশাজীবীরা।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ফের লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস, টানা বৃষ্টি হতে পারে যেসব জায়গায়
প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিল সৌদি আরব!
স্পেনের মাদ্রিদস্থ সামাজিক সংগঠন ফেনী ফোরামের আয়োজনে বনভোজন
সত্য লিখে বাঁচা সহজ নয়: মৃত্যুর আগে সাংবাদিক বিভুরঞ্জন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে বৈদ্যুতিক ক্যাবল চুরি
সোনাতলায় ভূমি সহায়তা সেবা কেন্দ্রের উদ্বোধন
মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল
দলের ভিতরে অনুপ্রবেশকারী ঢুকেছে, সতর্ক থাকতে হবে: লুৎফুজ্জামান বাবর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft