প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:২০ পিএম

কক্সবাজারের টেকনাফে চোরাকাবারীদের ফেলে রাখা মাছ ধরার জাল তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ৯ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ২ বিজিবি ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে হ্নীলা ইউনিয়নের আলীখালী ঘাটের একটি কেওড়া বাগানের ভেতর হতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে গণমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বিজিবির একটি টহল দল লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আলীখাল ঘাটের কাছে কেওড়া বাগানের ভেতর দিয়ে দু’জন জেলেকে জাল হাতে আসতে দেখে, তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহল দল তাদের ধাওয়া করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের বহন করা জাল ফেলে কেওড়া বনের গভীরে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, পরে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের ফেলে রাখা মাছ ধরার জালে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের প্যাকেটে বিশেষ কৌশলে মোড়ানো ৯ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। পাচারকারী চক্রের হোতাদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলমান।
তিনি আরো বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা মাদক ও মানব পাচার রোধে অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।
আজকালের খবর/ওআর