এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১২:৫৫ পিএম
ঢাকার এসিসির বৈঠক শেষে এশিয়া কাপ নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসলেও অনিশ্চয়তা অনেকটা কেটেছে বলেই মনে করা হচ্ছে। বৈঠক শেষে এসিসি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, টুর্নামেন্ট নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে। অবশ্য এর মধ্যেই ভারতীয় গণমাধ্যমে খবর ছড়িয়েছে, টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিসিসিআইয়ের ‘সবুজ সংকেত’ মিলেছে। 

জল্পনা ছড়ায়, টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। তবে অফিসিয়ালি এ বিষয়ে কিছু জানা যায়নি।প্রথমে শোনা গিয়েছিল, ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে যোগ দিতে চাইছে না বিসিসিআই। পরে অবশ্য অনলাইনে এই মিটিংয়ে যোগ দেন বিসিসিআইয়ের প্রতিনিধি। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন এসিসি প্রধান নাকভি। সেখানেই তিনি জানান, কাউন্সিলের ২৫টি দেশই বৈঠকে যোগ দিয়েছে সেটা অত্যন্ত আনন্দের বিষয়। প্রত্যেক সদস্য দেশই রাজনীতির উর্ধ্বে উঠে ক্রিকেটের স্বার্থে কাজ করবে বলে আশাবাদী নাকভি।

কিন্তু এদিনের বৈঠকের যে প্রধান এজেন্ডা এশিয়া কাপ, সেই নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি এসিসি প্রধান। এশিয়া কাপ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কাউন্সিলের আলোচনা চলছে-এর বেশি কিছু বলেননি তিনি। তবে সূত্র মারফত খবর ছড়ায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা এই বৈঠকে যুক্ত ছিলেন। তিনি এশিয়া কাপের জট কাটাতে উদ্যোগী হয়েছেন। তারপর প্রাথমিকভাবে এশিয়া কাপ নিয়ে আলোচনা হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজিত হতে পারে। সেখানে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হবে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কদিন আগে লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর এশিয়া কাপে কি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে? দুই দল কি একে অপরের বিরুদ্ধে খেলতে রাজি হবে? যদিও গোটা বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছুই জানা যায়নি।

গণমাধ্যমে ছড়িয়ে পড়া সূচি অনুযায়ী, এশিয়া কাপ শুরু হওয়ার কথা ৫ সেপ্টেম্বর। ফাইনাল ২১ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৭ সেপ্টেম্বর। যদিও কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। 

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানীতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
নন্দীগ্রামে কিশোরীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো শিশু
বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
ব্যাগে কিছুই নাই স্যার, খুলতেই বের হলো ৩০ হাজার ইয়াবা
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে হতাহতের সবশেষ তালিকা দিল সরকার
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
দেশের স্বার্থে বন্দর নিয়ে প্রোপাগান্ডা যেন না হয়: উপদেষ্টা সাখাওয়াত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft