প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১২:৫৯ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহেও শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগামী সপ্তাহে ঠিক কবে ক্লাস-পরীক্ষা চালু হবে তাও নির্ধারণ করা হয়নি এখনো।
মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের ইংলিশ শাখার অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম খান বলেন, ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। এখনো শিক্ষার্থীদের আতঙ্ক কাটেনি। তাদের জন্য ক্যাম্পাসে তিনজন কাউন্সিসেলিংয়ের জন্য রয়েছেন। শিক্ষার্থী এবং অভিভাবকরা ক্যাম্পাসে গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহের ক্লাস-পরীক্ষা চালু করা সম্ভব নয়। কবে নাগাদ চালু হবে তা নিয়েও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়নি। হয়তো আগামী সপ্তাহে ক্লাস চালু হতে পারে।
বিমান বিধ্বস্তের ৫ পাঁচদিন পর আজ শনিবার (২৬ জুলাই) স্কুলের সামনে সাধারণ মানুষের জটলা দেখা যায়। বেশিরভাগই গেটের ফাঁকা অংশ দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছেন। তবে আজ শিক্ষার্থী এবং অভিভাবকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে না। স্কুলের অধিকাংশ শিক্ষার্থী বাবা-মায়ের হাত ধরে ক্যাম্পাসে ঢুকছেন। তবে সাংবাদিকসহ উৎসুক জনতাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সকালে স্কুলের সামনে আসেন অনেক ছাত্র। তারা ভেতরে ঢুকে ঘুরে দেখেন। তারা ক্যাম্পাস ঘুরে বের হয়ে ওইদিনের বিভীষিকাময় ঘটনার বর্ণনা দেন সাংবাদিকদের কাছে। অনেকেই কথা বলতে বলতে কেঁদে ফেলেন। তারা বলেন, রাতে ঘুমাতে গেলে এখনো এই দৃশ্য চোখে ভেসে উঠে
আজকালের খবর/বিএস