ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১২:১৪ এএম
ক্যাম্পাসে এবং দেশজুড়ে মুজিববাদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২০ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (২৫ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ে জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘কণ্ঠে আবার লাগা জোর, মুজিববাদের কবর খোর; আওয়ামী লীগের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; ওয়ান, টু, থ্রি, ফোর, মুজিববাদ নো মোর; মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ‘জুলাই বিপ্লবীদের ছাড় দেওয়ায় এবং ইন্টেরিম সরকারের অসহযোগিতায় আবারো মুজিববাদ জেগে উঠেছে। মাইলস্টোন ট্রাজেডিতে পুরো বাংলাদেশ যখন শোকাহত। আওয়ামী ছাত্রলীগ-যুবলীগ একসাথে দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে দেশকে উসকে দিয়েছে, আমাদের ছাত্রদেরকে উসকে দিয়ে যাচ্ছে। গুজবলীগ জুলাইয়ের মতো আবারো গুজবের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করেছে। এভাবে আর থাকা যায় না। আমরা অনেক ছাড় দিয়েছি। ইন্টেরিমও অনেক ছাড় দিয়েছে। আর ছাড় দেওয়ার সুযোগ নেই। এক জুলাই পার করেছি এবং আরেক জুলাই চলছে; এই জুলায়েই মুজিবাদের কবর রচনা করতে হবে।’

ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আমরা বলেছিলাম অনতিবিলম্বে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে হবে। কিন্তু দুঃখের বিষয় শহিদের রক্তের উপর দাঁড়িয়ে আসা প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ভিসির দায়িত্বে থাকা রুটিন ভিসি কী দায়িত্ব পালন করছে তা আমরা জানতে চাই। মেইন গেট দিয়ে প্রবেশ করলেই মুজিববাদের নিদর্শন চোখে পড়ে।

তিনি আরো বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম দিতে চাই। এই সময়ের মধ্যে মুজিববাদের নিদর্শন ধূলিসাৎ করতে হবে। মুজিববাদের নিদর্শনের অজুহাতে গত ১৫ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়কে জিম্মি করে রাখা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় আওয়ামীলীগে মুজিববাদ নিয়ে কথা বলতে গেলে একটি দল খেপে যায়। আওয়ামী লীগ রাজনীতি করার ন্যূনতম অধিকার রাখে না।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঙ্গিত করে বলেন, সারাদেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিছু সুবিধাবাদী চক্র এই মুজিববাদী সৈনিকদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিগত ১বছরে শিক্ষার পরিবেশ যেন লঙ্ঘন না হয় সেজন্য সর্বোচ্চ ছাড় দেয়া হয়েছে। ২৪'শে গণহত্যা চালিয়ে তাদের ন্যূনতম অনুশোচনা নেই। এই বোধ না থাকলে তাদের (আওয়ামীপন্থী) ইবিতে আসার দরকার নেই।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানীতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
নন্দীগ্রামে কিশোরীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো শিশু
বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
ব্যাগে কিছুই নাই স্যার, খুলতেই বের হলো ৩০ হাজার ইয়াবা
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে হতাহতের সবশেষ তালিকা দিল সরকার
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
দেশের স্বার্থে বন্দর নিয়ে প্রোপাগান্ডা যেন না হয়: উপদেষ্টা সাখাওয়াত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft