এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঢাকায় প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানায়। শ্রীলঙ্কা (এসসি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি) তাদের সঙ্গে যোগ দিয়েছিল।
বুধবার (২৩ জুলাই) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন, ভারত এ সভায় অনলাইনে যোগ দিচ্ছে। এসিসির এজিএম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে বুলবুল বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে রাজীব শুক্লার অনলাইনে সভায় যোগ দেওয়ার কথা। বাকিরাও যোগ দিচ্ছে যারা বয়কট করেছিল। প্রথমবার বিসিবি এই সভার আয়োজন করতে যাচ্ছে। বিসিবি সভাপতি হিসেবে বুলবুল দায়িত্ব নেওয়ার পর প্রথম এত বড় একটি আয়োজন বাংলাদেশে। আগামীকালের সভায় প্রধান আলোচ্য থাকবে সেপ্টেম্বরের এশিয়া কাপ।
আয়োজনটা মূলত এসিসির। বিসিবি এখানে যাবতীয় লজিস্টিক সহায়তা দিচ্ছে। যেহেতু ঢাকায়, সভা ঠিকঠাক আয়োজনের মূল দায়িত্ব বিসিবিরই। আফগানিস্তান ও ওমান সভায় যোগদান নিশ্চিত করেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছিলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভা অসুস্থ থাকায় অনলাইনে যোগ দেবেন।
সভায় ঠিকঠাক সিদ্ধান্ত এলে সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে আরব আমিরাতে হতে পারে এশিয়া কাপ। টুর্নামেন্টের আয়োজন স্বত্ব ভারতেরই। এই টুর্নামেন্ট না হলে এসিসির প্রতিটি সদস্য বোর্ড হারাবে প্রায় ৪০ কোটি টাকা। আর্থিক লাভের কথা ভেবে ভূরাজনৈতিক বিদ্বেষ আপাতত দূরে রাখতে পারে ভারত।
আজকালের খবর/ এমকে