অবশেষে অনলাইনে এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১১:৫০ পিএম
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঢাকায় প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানায়। শ্রীলঙ্কা (এসসি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি) তাদের সঙ্গে যোগ দিয়েছিল। 

বুধবার (২৩ জুলাই) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন, ভারত এ সভায় অনলাইনে যোগ দিচ্ছে। এসিসির এজিএম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে বুলবুল  বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে রাজীব শুক্লার অনলাইনে সভায় যোগ দেওয়ার কথা। বাকিরাও যোগ দিচ্ছে যারা বয়কট  করেছিল। প্রথমবার বিসিবি এই সভার আয়োজন করতে যাচ্ছে। বিসিবি সভাপতি হিসেবে বুলবুল  দায়িত্ব নেওয়ার পর প্রথম এত বড় একটি আয়োজন বাংলাদেশে। আগামীকালের সভায়  প্রধান আলোচ্য থাকবে সেপ্টেম্বরের এশিয়া কাপ।

আয়োজনটা মূলত এসিসির। বিসিবি এখানে যাবতীয় লজিস্টিক সহায়তা দিচ্ছে। যেহেতু ঢাকায়, সভা ঠিকঠাক আয়োজনের মূল দায়িত্ব  বিসিবিরই। আফগানিস্তান ও ওমান সভায় যোগদান নিশ্চিত করেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছিলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভা অসুস্থ থাকায় অনলাইনে যোগ দেবেন।

সভায় ঠিকঠাক সিদ্ধান্ত এলে সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে আরব আমিরাতে হতে পারে এশিয়া কাপ। টুর্নামেন্টের আয়োজন স্বত্ব ভারতেরই। এই টুর্নামেন্ট না হলে এসিসির প্রতিটি সদস্য বোর্ড হারাবে প্রায় ৪০ কোটি টাকা। আর্থিক লাভের কথা ভেবে ভূরাজনৈতিক বিদ্বেষ আপাতত দূরে রাখতে পারে ভারত।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ত্রাণ নিতে যাওয়া এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা
ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক প্রতিনিধি দল
২৯ জুলাই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা: উল্লেখযোগ্য ছাড় পাওয়ার আশায় ঢাকা
পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর যা বললেন লিটন
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত: সামরিক শক্তিতে এগিয়ে কে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর
৪৯ আরোহী নিয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত
মাইলস্টোনে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
নতুন বেতন কমিশন গঠন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft