প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:০৬ পিএম

দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক অগ্নিকান্ড, কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের সভাপতিত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হাসনাত সরকার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউ টিন ও ৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
আজকালের খবর/বিএস