পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের দরকার ১৭৯
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:৩০ পিএম
আগের দুই ম্যাচে একাদশে না থাকা সাহিবজাদা ফারহান তৃতীয় ম্যাচে নেমে করলেন বাজিমাত। সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে উড়ন্ত ফিফটিতে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন তিনি।
 
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৭৮ রান।  

আগে ব্যাট করতে নেমে ফারহান ও আইয়ুবের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ৪৭ বলে উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮৭ রান। অষ্টম ওভারে আইয়ুবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাসুম আহমেদ। ১৫ বলে ২১ রান করে ফেরেন পাক ওপেনার। তবে ব্যাট চালাতে থাকেন ফারহান। ২৯ বলে পঞ্চাশ পূর্ণ করে ৬৩ রানে গিয়ে নাসুমের শিকার হন তিনি। তার ৪১ বলের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৫ ছক্কায়।  

তিনে নামা হারিস অবশ্য ব্যর্থ হন। ১৪ বলে ৫ রান আসে তার ব্যাট থেকে। চারে নেমে হাসান নওয়াজ দ্রুত ব্যাট চালান। ১৭ বলে ৩৩ রান করে তিনি শিকার হন শরিফুলের। এরপর হুসাইন তালাত দ্রুত ফিরলেও জুটি গড়েন সালমান আলি আগা ও মোহাম্মদন নওয়াজ। ষষ্ঠ উইকেটে ২৩ বলে ৪১ রান যোগ করেন তারা। শেষ ওভারে নওয়াজকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন। ১৬ বলে ২৭ রান করে পাকিস্তানি ব্যাটার।  

এই ওভারে ফাহিম আশরাফকেও ফেরান তাসকিন। শেষ পর্যন্ত টিকে থাকা সালমান আগা অপরাজিত থাকেন ৯ বলে ১২ রান করে। 

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মামা ও দুই ভাগনের‎
বিমান বিধ্বস্তে দগ্ধ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
মাইলস্টোন ট্রাজেডি : দগ্ধ মাকিন চলে গেল না ফেরার দেশে
এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে ২০ ঘণ্টার আল্টিমেটাম
বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: আমির
ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল?
ব্যাগে কিছুই নাই স্যার, খুলতেই বের হলো ৩০ হাজার ইয়াবা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft