সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো শিশু
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৩:৫৪ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বিদ্যুত সংযোগ ত্রুটির কারণে টিনের ঘরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালো শাকিব (৮) নামের এক শিশু। শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর (চেরেঙ্গা) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাকিব (৮) ওই গ্রামের শাহিন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকালে নিহত শাকিব কয়েকজন শিশুর সঙ্গে ঘরের পাশে খেলছিল।এরইমধ্যে খেলার ছলে হঠাৎ শাকিব ওই টিনের ঘরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। কিন্তু, এর আগেই শাকিব মারা যায়।

রংপুর পল্লি বিদ্যুত সমিতি-১, শটিবাড়ীর আওতাভুক্ত সাদুল্লাপুর জোনাল অফিসের ডিজিএম নূরুল সামছুল হুদা বলেন, ঘটনার বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। কিন্তু, অসতর্কতার কারণে কেউ যদি ঘরবাড়িতে তার ফুটো হয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে সেক্ষেত্রে আমাদের কী করার আছে। তবে বিশেষ করে যাদের টিনের ঘর আছে তাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সব সময় সাবধানতা অবলম্বন করা উচিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, শিশুটির অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে, বিদ্যুৎ ব্যবহারে আমাদের সকলকে অধিকতর সতর্কতা ও সচেতন হওয়া একান্ত অপরিহার্য।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, ঘটনাটি জানার পরপরেই ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ সংক্রান্ত থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মেজর হাফিজ
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা-কর্মী বহিষ্কার
আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
৬ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এখনো বহাল তবিয়তে অফিস করছেন টেকনাফের ইউনিয়ন ভূমি কর্মকর্তা হেলাল
নন্দীগ্রামে কিশোরীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
গাজীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাজীপুর প্রেস ক্লাবে দোয়া মাহফিল
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft