আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি পরবেন কিলিয়ান এমবাপে। ক্লাবে অভিষেক মৌসুমে ৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
লুকা মদ্রিচের ক্লাব ছাড়ার পর এ জার্সি নম্বরটি এমবাপের জন্য উন্মুক্ত হয়। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৩ বছরের অধ্যায়ের অবসান ঘটিয়ে সম্প্রতি ইতালিয়ান সিরিআর ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মদ্রিচ।
ফ্রান্স জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেই খেলেন এমবাপে। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, শুরু থেকেই পরিকল্পনা ছিল, জার্সি নম্বরটি খালি হলে এমবাপে সেটি গ্রহণ করবেন। যদি মদ্রিচ আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করতেন, এমবাপে তখন ৯ নম্বর জার্সি পরেই খেলার জন্য প্রস্তুত ছিলেন।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে রিয়ালে এসে ব্যক্তিগতভাবে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন এমবাপে। স্প্যানিশ লা লিগায় ৩১ গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। এছাড়া রিয়ালে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম মৌসুমের সব প্রতিযোগিতায় ৩৩ গোলের রেকর্ডও অতিক্রম করেছেন ফরাসি তারকা।
গেল ২০২৪-২০২৫ মৌসুমে চারটি ফাইনালে গোল করেছেন এমবাপে। আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপের ২-০ গোলের জয়, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে পাচুকার বিপক্ষে ৩-০ গোলের জয় এবং কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকাপ ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের ম্যাচগুলোতেও গোল করেন তিনি।
তবে নিজের প্রথম মৌসুমে উল্লেখযোগ্য কোনো শিরোপা না জেতায় কিছু সমালোচনাও হয়েছে এমবাপের। লা লিগায় বার্সার পেছনে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে রিয়াল। আর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তার দল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি এমবাপে। গ্রুপ পর্বে গ্যাস্ট্রোএনটেরাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। যে কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খেলতে পারেননি। পরে নকআউট পর্বে ফিরলেও সেমিফাইনালে তার সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে ৪-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘটে রিয়ালের।
আজকালের খবর/ এমকে