পরিচালক সমিতির ফল উৎসবে নবীন-প্রবীণের মিলন
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮:৫২ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হলো প্রাণবন্ত এক ফল উৎসব। বর্ষা ঋতুর নানা মৌসুমী ফল আর নির্মাতাদের আন্তরিক মিলনমেলা—দুইয়ের সমন্বয়ে এফডিসির পরিচালক সমিতির কার্যালয় রঙিন হয়ে উঠেছিল। 

গতকাল (রবিবার) এই আয়োজনে উপস্থিত হন নবীন-প্রবীণ। বিশেষ করে সস্ত্রীক কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামানের উপস্থিতি উৎসবে অন্যমাত্রা এনে দেয়।

সমিতির সভাপতি শাহীন সুমন জানান, এই আয়োজনের পেছনে মূল ভাবনার জন্ম দিয়েছিলেন সমিতির সাবেক সভাপতি, নন্দিত নির্মাতা কাজী হায়াৎ। তিনি একসময় মৌসুমী ফল উৎসব আয়োজনের প্রস্তাব দেন, তবে তা বাস্তবায়ন হয়নি। তার সেই অসমাপ্ত স্বপ্নকে সম্মান জানিয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটি বাস্তবায়ন করে এ উৎসব। 

গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান ছাড়াও উৎসবে উপস্থিত ছিলেন, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, কাজী হায়াৎ, ছটকু আহমেদ, রায়হান মুজিব, মাসুম পারভেজ রুবেল, হেলাল খান, ওয়াকিল আহমেদ, শাহ আলম কিরণ, সুব্রত, শিবা সানু, মুক্তি  চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরুসহ শতাধিক নবীন-প্রবীণ পরিচালক। উৎসবে বাচসাস নেতৃবৃন্দ ছাড়াও সিনিয়র বিনোদন সাংবাদিক ইমরুল শাহেদ ও আহমেদ তেপান্তর উপস্থিত ছিলেন। 

উৎসবে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরাও। উৎসব শেষে সবাই মিলে বিভিন্ন মৌসুমী ফলের স্বাদ উপভোগ করেন এবং চলচ্চিত্র শিল্পের নানা দিক নিয়ে আলোচনা করেন।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমান বিধ্বস্তে শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক
দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে তিনিও না ফেরার দেশে
সাজিদের মৃত্যু ‘গভীর রাতে’! ফের আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদের মৃত্যু ‘গভীর রাতে’! ফের আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চ্যালেঞ্জে বাংলাদেশ
রাজধানীতে বিমান বিধ্বস্তে নিহত ১, বহু আহত
বাউবির এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ
উত্তরায় বিমান বিধ্বস্ত: পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft