ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে জেরিন খানের বিস্ফোরক মন্তব্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২:৩৩ পিএম
বলিউড অভিনেত্রী জেরিন খানের জনপ্রিয়তার পর অনেকেই তার চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন। কিন্তু মুখের মিল থাকায় তা যে তার চলচ্চিত্র ক্যারিয়ার তৈরিতে খুব সাহায্য করেছিল বিষয়টি এমন নয়। রীতিমতো জেরনিকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পথ চলতে হয়েছে।

জেরিন খান নিজের আসন স্থায়ী করে নিতে প্রাণপণ লড়াই করেছেন। তবে তিনি বিভিন্ন চরিত্রে নিজেকে ভাঙার চেষ্টা করলেও তার কাছে এসেছে একের পর এক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব। ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, সিনেমায় সেভাবেই তাকে দর্শক দেখেছে। সম্প্রতি একটি গণমাধ্যমে বলিউডে কাজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী খোলামেলা কথা বলেছেন।

জেরিন জানিয়েছেন যে, তার কাছে একটা সময়ের পর শুধুই ঘনিষ্ঠ দৃশ্য আছে এমন সিনেমায় অভিনয়ের প্রস্তাবই আসে। এছাড়াও তিনি বলেন, ‘আমার কাছে যখন “আকসার ২” সিনেমার প্রস্তাব আসে তখন আমি খুবই খুশি হয়েছিলাম। মনে হয়েছিল যে আমি একটি হিট সিনেমার সিক্যুয়েলের অংশ হতে চলেছি। পরিচালক জানিয়েছিলেন যে, এ সিনেমায় অন্তরঙ্গ মুহূর্ত সেই অর্থে থাকবে না।’জেরিন আরও বলেন, ‘শুটিং শুরু হওয়ার পর আমি দেখি ঠিক এর বিপরীত ঘটনা। প্রথমে চুমুর দৃশ্য ও তারপর একের পর এক অন্তরঙ্গ মুহূর্তের শুটিং চলতেই থাকে। যা আমার অস্বাভাবিক বলে মনে হয়। 

আমি এরপর বিষয়টি নিয়ে কথা বলি।’নির্মাতা সম্পর্কে জেরিন আরও বলেন, ‘পরিচালক এ নিয়ে প্রযোজকদের সামনে কোনো কথাই বলতে পারতেন না। তিনি আমাকে বলতেন যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তার উপর চাপ রয়েছে। আর এই কারণে যেখানে দরকার নেই আমাকে সেই দৃশেও চুমু খেতে হয়েছে। যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। এমনকি এত অদ্ভুত কিছু পোশাক পরতে দিত। এরপর ওরা হঠাৎই আমার সঙ্গে অদ্ভুত আচরণ শুরু করে।’সিনেমার শুটিংয়ে বিভিন্ন আপত্তি তোলার পর সেই সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রণ পর্যন্ত পাননি জেরিন খান। এ অভিনেত্রীর বিরুদ্ধে রটানো হয়, তার সঙ্গে কাজ করা কঠিন ব্যাপার।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আটঘরিয়ার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন
বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল
কক্সবাজারে এনসিপির কেন্দ্রীয় নেতারা, নিরাপত্তা জোরদার
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
রংপুরে ফিলিং স্টেশনে এলপিজি ট্যাংক বিস্ফোরণ, নিহত ১
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরের মৃত্যু
জামায়াত একাত্তরে প্রতারণা করেছে: বরগুনায় বিএনপি
জুলাই-আগস্টে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের মৌন মিছিল
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টারলিংকের যাত্রা
পাংশায় জুলাই স্মরণে ও মাদকমুক্ত সমাজ গঠনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft