এয়ার অ্যাম্বেুলেন্সে থাইল্যান্ডে নেওয়া হলো আব্দুল লতিফ বাচ্চুকে
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৩৮ পিএম
চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিচক্ষণ মুরুব্বী হিসেবে পরিচিত বরেণ্য চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সভাপতি ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চুকে (৮৩) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। আজ দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে  পারিবারিকভাবে তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু। 

গত ১৪ জুলাই থেকে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি হলেও তার ছেলেরা অধিকতর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে গেলেন। সেখানে তিনি ব্যাংকক হাসপাতালে চিকিৎসাগ্রহণ করবেন বলে  মজনু এই প্রতিবেদককে জানিয়েছেন। 

মজনু বলেন, বাচ্চু ভাইয়ের পরিবার সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থণা করেছেন।

জানা গেছে, বাচ্চুর লাঙ্ক বা ফুসফুসে পানি জমায় অবস্থার অবনতি হয়েছে। 

আব্দুল লতিফ বাচ্চু তার বিচক্ষণ কর্মকান্ডে বহুল প্রসংশিত। বিভিন্ন সময় সরকার তাকে সেন্সর (সার্টিফিকেশন বোর্ড), জুরিবোর্ডে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। এছাড়া চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগতভাবে তিনি তিন ছেলেন জনক। তারা সকলেই আমেরিকা প্রবাশী। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ সিনেমায় বিখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমায় একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় কাজ করেন ‘অবুঝ মন’ সিনেমায়। এরপর ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান। যাদুর বাঁশি (বাচসাস), দ্বীপকন্যা, নতুন বউ, মি. মাওলা, প্রতারক তার উল্লেখযোগ্য পরিচালিত সিনেমা। ক্যারিয়ারে বাচসাস ছাড়াও অর্জন করেছেন চ্যানেল আই কর্তৃক ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কার। 

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমান বিধ্বস্তে শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক
দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে তিনিও না ফেরার দেশে
সাজিদের মৃত্যু ‘গভীর রাতে’! ফের আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদের মৃত্যু ‘গভীর রাতে’! ফের আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চ্যালেঞ্জে বাংলাদেশ
রাজধানীতে বিমান বিধ্বস্তে নিহত ১, বহু আহত
বাউবির এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ
উত্তরায় বিমান বিধ্বস্ত: পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft