প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৪:৪৫ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আজ সোমবার (২১ জুলাই) দুপুরে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনের অনুমোদনক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
এবারের পরীক্ষায় মোট পাসের হার ৬০ দশমিক ৭১ শতাংশ। এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪,১৯১ জন। এর মধ্যে ৩০,১৪৯ জন পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৪,৩৪৮ জন শিক্ষার্থী।
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মোট ৮,৭১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ছাত্র ৫,৩৫৬ জন এবং ছাত্রী ৩,৩৫৪ জন।
বাউবি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন, বিশেষ করে যারা নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারেন না এবং উন্মুক্ত শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণ করছেন।
ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে https://result.bou.ac.bd/
সংশ্লিষ্টরা মনে করেন, এই ফলাফল বাউবির শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক উন্নতির প্রতিফলন। উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করছে, যা দেশের সার্বিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজকালের খবর/ওআর