উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:৩৩ পিএম
উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বদিউর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বুধবার গভীর রাতে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

১৯৪৭ সালে বরিশালে জন্মগ্রহণকারী বদিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন।

সরকারি কলেজে অধ্যাপনা শেষে তিনি ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।

গবেষণা, অনুবাদ ও সম্পাদনায় অধ্যাপক বদিউরের অর্ধশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে-‘সাহিত্য স্বরূপ’, ‘সাহিত্য সংজ্ঞা অভিধান’, ‘ধ্রুপদী সাহিত্যতত্ত্ব’, ‘বাংলার চারণ মুকুন্দদাস’, ‘সত্যেন সমীক্ষণ’, ‘দ্য প্রিন্স’, ‘গণনাট্য’, ‘উপন্যাস ও জনগণ’, ‘সত্যেন সেন রচনাবলি’ (৯ খণ্ড, বাংলা একাডেমি, ঢাকা), ‘রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা’ এবং ‘নজরুল অভিভাষণ ও পত্রাবলি’।

বদিউর রহমান আশির দশক থেকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকে তিনি উদীচীর সহ-সভাপতির দায়িত্বে আসেন।

২০২২ সালের জুনে উদীচীর ২২তম জাতীয় সম্মেলনে তিনি সভাপতি পদে নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই পদেই বহাল ছিলেন।

এই ভাঙনের সূত্রপাত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে, ৬-৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ২৩তম জাতীয় সম্মেলন আয়োজন করেছিল উদীচী। শিশু একাডেমিতে ৮ ফেব্রুয়ারি সম্মেলনের সমাপনী পর্বে কমিটি গঠন নিয়ে আলোচনাকালে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ওই ঘটনাকে কেন্দ্র করে উদীচী সদস্য হাবিবুল আলম ও জামসেদ আনোয়ার তপনরা বদিউর রহমানের নেতৃত্বকে অস্বীকার করেন।

পরে জুনে বদিউর রহমান সেই অসমাপ্ত জাতীয় সম্মেলন সম্পন্ন করেন এবং উদীচীর একটি অংশ তাকে পুনরায় সভাপতি পদে নির্বাচিত করে।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বার্ড প্রাঙ্গণে বিরল ‘রুটিফল’ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু
আটঘরিয়ার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন
বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল
কক্সবাজারে এনসিপির কেন্দ্রীয় নেতারা, নিরাপত্তা জোরদার
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরের মৃত্যু
জামায়াত একাত্তরে প্রতারণা করেছে: বরগুনায় বিএনপি
জুলাই-আগস্টে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের মৌন মিছিল
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টারলিংকের যাত্রা
পাংশায় জুলাই স্মরণে ও মাদকমুক্ত সমাজ গঠনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft