মীনা কুমারী: অভিনয়ের আড়ালেন এক ক্ষুরধার উর্দু কবি
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:৩৬ পিএম
হিন্দি সিনেমার ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে পরিচিত মীনা কুমারী ছিলেন এক দক্ষ কবিও। তিনি ‘নাজ’ ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন, যেখানে ফুটে উঠত তার গভীর অনুভূতিআকুলতা, বিষণ্নতা, প্রেম আর একাকিত্ব। সিনেমার পর্দার আড়ালে লুকিয়ে রাখা এই ভেতরের আবেগ প্রকাশের জন্যই কবিতা ছিল তার আশ্রয়।

১৯৭২ সালে মীনা কুমারীর মৃত্যুর পর, তার বহু কবিতা সংকলিত হয়ে তানহা চাঁদ (একাকী চাঁদ) এর মতো গ্রন্থে প্রকাশিত হয়। এই কবিতাগুলো এক সংবেদনশীল আত্মার কথা জানায়, যে যন্ত্রণা, হারানোর বেদনা আর নিজের পরিচয় খুঁজে ফেরার লড়াইয়ে জর্জরিত ছিল। এসব কবিতা ভক্তদের ঝলমলে পর্দার আড়ালের এক অন্য মীনা কুমারীকে চিনে নেওয়ার সুযোগ করে দেয়।

তার কবিতায় বারবার ফিরে এসেছে একাকিত্ব আর অপূর্ণ ভালোবাসার কথা। যেমন একটি লাইন— “জিন্দেগি স্রেফ মোহাব্বত সে নহি চালতি নাজ (জীবন শুধু ভালোবাসা দিয়ে চলে না)- তার দোদুল্যমান বৈবাহিক জীবন আর ব্যক্তিগত সংগ্রামেরই প্রতিফলন। তার কবিতাগুলো যেন ডায়েরির পাতা—ঘনিষ্ঠ আর অকপট স্বীকারোক্তি।

উর্দু কবি ও সাহিত্যিকদের কাছ থেকে মীনা কুমারীর সাহিত্যিক প্রতিভা গভীর সম্মান পেয়েছিল। তাকে প্রায়ই মুশায়রা (কবিতার আসর)-তে আমন্ত্রণ জানানো হতো, যেখানে তার আবৃত্তি মুগ্ধতার সঙ্গে শোনা হতো। বিশিষ্ট সাহিত্যিকেরা তার গভীর ভাবনার সরল ও সুন্দর প্রকাশের ক্ষমতাকে ভূয়সী প্রশংসা করতেন।

মীনার কাছে লেখা শুধু সৃজনশীলতার চর্চা ছিল না-এটি ছিল স্বান্ত্বনার উৎস। হতাশার মুহূর্তে তিনি নিজের ডায়েরির আশ্রয় নিতেন, ছন্দ আর ভাবনা দিয়ে পৃষ্ঠা ভরিয়ে দিতেন। একাকিত্বের বেদনা সামলাতে এই কবিতাই তাকে ভরসা দিত। তার কবিতা আজও তার সংবেদনশীল কবি হৃদয়ের অমলিন সাক্ষ্য হয়ে আছে

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু
জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
বিমানবন্দরে ৬০ লাখ টাকার সিগারেট ও মোবাইল সেট উদ্ধার
অনুপ্রবেশকারীদের জায়গা ভারতে নেই: মোদি
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে কারফিউয়ের মধ্যে অভিযান, আটক ৪৫
জামায়াত একাত্তরে প্রতারণা করেছে: বরগুনায় বিএনপি
ফিরে দেখা-১৮ জুলাই: একটি রক্তাক্ত দিন
গোপালগঞ্জে কারফিউর সময় আরও বাড়ল
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টারলিংকের যাত্রা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft