প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:২৬ পিএম

স্বপ্নবাজ কবি তারেক মাহমুদকে মনে পড়ে? ২০২৩ সালে অকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন। অনেক স্বপ্ন বুননের গল্পে নিজেকে খুঁজে ফিরেছেন। ইট পাথরের নগরে সৃজনশীল ভাবনাগুলো খেয়েছে বার বার হোঁচট। তবুও হারেননি। তারেকরা হারতে আসেনি। খেয়ে না খেয়ে কখনো আধপেটে লিখে গেছেন স্বপ্ন বুননের গল্পগুলো। সেখান থেকেই একটি মুক্তদানা নিয়ে পরিচালক নাজমুল হুদা নাজিম নির্মাণ করেছেন ‘ডিস্কো বিবি’ শিরোনামের টেলিফিল্ম।
জানা গেছে, আগামী ১৯ জুলাই শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে কজি টেলিফিল্মস-এ দেখা যাবে ‘ডিস্কো বিবি’। আর মধ্য দিয়ে মৃত্যুর দু’বছর পর প্রকাশ্যে এলো প্রয়াত কবি, নির্মাতা, সাংবাদিক ও অভিনেতা তারেক মাহমুদের সৃষ্টি।
এ ব্যাপারে কজি টেলিফিল্মসের কর্ণধর ইকরাম পারওয়াইজ বলেন, প্রয়াত গুণী নাট্যনির্মাতা, কবি, সাংবাদিক এবং অভিনয় শিল্পী তারেক মাহমুদ ভাইয়ের কাছ থেকে একটা চিত্রনাট্য নেওয়া ছিলো আগেই। তাই তাগিদ অনুভব করছিলাম কিছু নির্মাণের। সেই ভাবনা থেকেই নির্মাতা নাজমুল হুদা নাজিমকে দেখাই। তিনি পড়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।
চিত্রনাট্য প্রসঙ্গে নাজমুল হুদা নাজিম বলেন, হঠাৎ একদিন ইকরাম ভাই আমাকে ডাকলেন এবং বললেন তার ইউটিউব চ্যানেলের জন্য কিছু নাটক বানাবেন। বেশ কিছু চিত্রনাট্য তিনি দিলেন, তখন তারেক মাহমুদ ভাইয়ের চিত্রনাট্যও দেখতে পেলাম প্রোডিউসার ইকরাম পারওয়াইজ ভাই বললেন এটি তারেক মাহমুদ ভাইয়ের থেকে নিয়ে রেখেছি এটাও দেখতে পারেন। পড়লাম। বেশ ভালো লাগলো। কাজে নেমে পড়লাম।
নাজিম বলেন, আমাদের এখানে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে তার সৃষ্টিকর্মগুলোর কবর হয়, এক্ষেত্রে আমি বলবো প্রযোজক ইকরাম ভাই ব্যতিক্রম মানুষ। তিনি সৃষ্টিশীল মানুষের মুুল্যায়ন করেন। এটা আমার কাছে ভালো লেগেছে। এরমদ্য দিয়ে তারেক মাহমুদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে বলে বিশ্বাস করি। টেলিফিল্মে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ম আ সালাম, তারিক স্বপন, নাজিমউদ্দীন, জাবিনা তৌফা, রাজু খান, ফারজানা জয়া, শ্যামল হাসান, ইফাত তুলি প্রমুখ। নাটকটি যৌথভাবে প্রযোজনা করেছেন ইকরাম পারওয়াইজ এবং সাহাবী ট্যুর প্ল্যানার্স এবং এগ্রো জিনিয়াস।
আজকালের খবর/আতে