সেই তারেক মাহমুদের চিত্রনাট্যে নাজমুল হুদার নাজিমের ‘ডিস্কো বিবি’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:২৬ পিএম
স্বপ্নবাজ কবি তারেক মাহমুদকে মনে পড়ে? ২০২৩ সালে অকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন। অনেক স্বপ্ন বুননের গল্পে নিজেকে খুঁজে ফিরেছেন। ইট পাথরের নগরে সৃজনশীল ভাবনাগুলো খেয়েছে বার বার হোঁচট। তবুও হারেননি। তারেকরা হারতে আসেনি। খেয়ে না খেয়ে কখনো আধপেটে লিখে গেছেন স্বপ্ন বুননের গল্পগুলো। সেখান থেকেই একটি মুক্তদানা নিয়ে পরিচালক নাজমুল হুদা নাজিম নির্মাণ করেছেন ‘ডিস্কো বিবি’ শিরোনামের টেলিফিল্ম।

জানা গেছে, আগামী ১৯ জুলাই শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে কজি টেলিফিল্মস-এ দেখা যাবে ‘ডিস্কো বিবি’। আর মধ্য দিয়ে মৃত্যুর দু’বছর পর প্রকাশ্যে এলো প্রয়াত কবি, নির্মাতা, সাংবাদিক ও অভিনেতা তারেক মাহমুদের সৃষ্টি। 

এ ব্যাপারে কজি টেলিফিল্মসের কর্ণধর ইকরাম পারওয়াইজ বলেন, প্রয়াত গুণী নাট্যনির্মাতা, কবি, সাংবাদিক এবং অভিনয় শিল্পী তারেক মাহমুদ ভাইয়ের কাছ থেকে একটা চিত্রনাট্য নেওয়া ছিলো আগেই। তাই তাগিদ অনুভব করছিলাম কিছু নির্মাণের। সেই ভাবনা থেকেই নির্মাতা নাজমুল হুদা নাজিমকে দেখাই। তিনি পড়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। 

চিত্রনাট্য প্রসঙ্গে নাজমুল হুদা নাজিম বলেন, হঠাৎ একদিন ইকরাম ভাই আমাকে ডাকলেন এবং বললেন তার ইউটিউব চ্যানেলের জন্য কিছু নাটক বানাবেন। বেশ কিছু চিত্রনাট্য তিনি দিলেন, তখন তারেক মাহমুদ ভাইয়ের চিত্রনাট্যও দেখতে পেলাম প্রোডিউসার ইকরাম পারওয়াইজ ভাই বললেন এটি তারেক মাহমুদ ভাইয়ের থেকে নিয়ে রেখেছি এটাও দেখতে পারেন। পড়লাম। বেশ ভালো লাগলো। কাজে নেমে পড়লাম। 

নাজিম বলেন, আমাদের এখানে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে তার সৃষ্টিকর্মগুলোর কবর হয়, এক্ষেত্রে আমি বলবো প্রযোজক ইকরাম ভাই ব্যতিক্রম মানুষ। তিনি সৃষ্টিশীল মানুষের মুুল্যায়ন করেন। এটা আমার কাছে ভালো লেগেছে। এরমদ্য দিয়ে তারেক মাহমুদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে বলে বিশ্বাস করি।  টেলিফিল্মে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ম আ সালাম, তারিক স্বপন, নাজিমউদ্দীন,  জাবিনা তৌফা,  রাজু খান,  ফারজানা জয়া,  শ্যামল হাসান, ইফাত তুলি প্রমুখ। নাটকটি যৌথভাবে প্রযোজনা করেছেন ইকরাম পারওয়াইজ  এবং সাহাবী ট্যুর প্ল্যানার্স এবং এগ্রো জিনিয়াস।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক: রিজওয়ানা হাসান
রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়, বাংলাদেশের ইতিহাস
এনসিপি নেতার্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে : নাহিদ ইসলাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft