বার্টোল্ট ব্রেখট বাংলাদেশের নাট্যচর্চায় ‘উপেক্ষিত’ নন: অধ্যাপক সেলিম
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:০৭ পিএম
জার্মান নাট্যকার বার্টোল্ট ব্রেখট বাংলাদেশের নাট্যচর্চায় ‘উপেক্ষিত বা অবহেলিত নন’ বলে মন্তব্য করেছেন অধ্যাপক আব্দুস সেলিম। তিনি বলেছেন, “স্বাধীন বাংলাদেশে পনেরোটির মত ব্রেখটের নাটকের অনুবাদ ও রূপান্তর মঞ্চস্থ হয়েছে; শেক্সপিয়রের পরেই যা দ্বিতীয় সর্বোচ্চ হতে পারে।”

শনিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে আরণ্যক নাট্যদল আয়োজিত ‘মান্নান হীরা স্মারক বক্তৃতা’র আলোচনায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশের প্রয়াত নাট্যকার মান্নান হীরার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার চতুর্থবারে মত ‘স্মারক বক্তৃতা’ ও নাটকের প্রদর্শনীর আয়োজন করে আরণ্যক নাট্যদল।

মান্নান হীরার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। পরে ‘বাংলাদেশে ব্রেখট চর্চা: আলোচনা, পর্যালোচনা ও অপূর্ণতা’ বিষয়ে স্মারক বক্তৃতা উপস্থাপন করেন নাট্যগবেষক বাবুল বিশ্বাস।

তিনি বলেন, “বাংলাদেশে ব্রেখটের নাটকের বেশিরভাগ নির্দেশকগণ ছিলেন মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনাপ্রসূত যুদ্ধফেরত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের দগদগে ক্ষত এবং যুদ্ধ পরবর্তী বাঙালির ঘুরে দাঁড়ানোর গল্পের সাথে ব্রেখটের নাটকের মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক সহমিল তারা খুঁজে পেয়েছেন। এই সহমিল তৎকালীন সময়ে যুদ্ধ ফেরত প্রগতিশীল অসাম্প্রদায়িক সংস্কৃতিচর্চাকারীদের কাছে ছিল অতীব গুরুত্বপূর্ণ।”

“ফলে তাদের নির্দেশনায় নাটকের মূল সুরটুকু মূলত ছিল মুক্তিযুদ্ধের প্রেরণাশ্রিত একটি নতুন সাম্যবাদী গণমুখি আদর্শ। অন্যদিকে ব্রেখট তাদের কাছে ছিল অথবা তারা ব্রেখটকে দেখছিলেন একটি বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটনির্ভর সাম্যবাদী সামাজিক-আদর্শিক রূপে।”

তরুণ প্রজন্মকেও ব্রেখটের নাটক প্রযোজনায় আগ্রহী হওয়ার আহ্বান জানান বাবুল বিশ্বাস। তিনি বলেন, “আদর্শ আর তত্ত্বকে নির্ভেজাল ধর্মগ্রন্থ না ভেবে সামাজিক বাস্তবতাকে তুলনামূলক বিচার বিবেচনায় রেখে তারা ব্রেখটের নাটক উপস্থাপন করুক।”

নাট্যনির্দেশক ও অভিনয়শিল্পী ত্রপা মজুমদার বলেন, “ব্রেখটের নাম উচ্চারণের সাথে সাথে একটা তত্ত্ব আমাদের সামনে চলে আসে। এসব তত্ত্ব ছাপিয়ে ব্রেখট যে একজন নাট্যকার; আমরা তা ভুলে যাই। তাই ব্রেখটের নাটক করতে হলে এই তত্ত্বকে পাশ কাটিয়েই আমাদের করতে হবে।”

বাংলাদেশের নাট্যচর্চায় ব্রেখট ‘উপেক্ষিত নয়’ মন্তব্য করে ত্রপা মজুমদার বলেন, “ব্রেখটের নাটক করতে গিয়ে বরং আমরা ভীত। এই ভীতি ভাঙতে হবে।”

সভাপতির বক্তব্যে আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ বলেন, “নাট্যকারের আগেও ব্রেখট একজন কবি। নাটকের মত কবিতাতেও তিনি একই ধরনের মেসেজ দিয়েছেন। কবিতা পড়তে গিয়ে আমাদের যদি তত্ত্ব বাধা না দেয় তবে নাটকেও দেবে না।”

স্মারক বক্তৃতার পর রাত সাড়ে ৮টায় আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করে মান্নান হীরা রচিত ও নির্দেশিত নাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’।’ বলে মন্তব্য করেছেন অধ্যাপক আব্দুস সেলিম।

তিনি বলেছেন, “স্বাধীন বাংলাদেশে পনেরোটির মত ব্রেখটের নাটকের অনুবাদ ও রূপান্তর মঞ্চস্থ হয়েছে; শেক্সপিয়রের পরেই যা দ্বিতীয় সর্বোচ্চ হতে পারে।”

শনিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে আরণ্যক নাট্যদল আয়োজিত ‘মান্নান হীরা স্মারক বক্তৃতা’র আলোচনায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশের প্রয়াত নাট্যকার মান্নান হীরার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার চতুর্থবারে মত ‘স্মারক বক্তৃতা’ ও নাটকের প্রদর্শনীর আয়োজন করে আরণ্যক নাট্যদল।

মান্নান হীরার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। পরে ‘বাংলাদেশে ব্রেখট চর্চা: আলোচনা, পর্যালোচনা ও অপূর্ণতা’ বিষয়ে স্মারক বক্তৃতা উপস্থাপন করেন নাট্যগবেষক বাবুল বিশ্বাস।

তিনি বলেন, “বাংলাদেশে ব্রেখটের নাটকের বেশিরভাগ নির্দেশকগণ ছিলেন মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনাপ্রসূত যুদ্ধফেরত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের দগদগে ক্ষত এবং যুদ্ধ পরবর্তী বাঙালির ঘুরে দাঁড়ানোর গল্পের সাথে ব্রেখটের নাটকের মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক সহমিল তারা খুঁজে পেয়েছেন। এই সহমিল তৎকালীন সময়ে যুদ্ধ ফেরত প্রগতিশীল অসাম্প্রদায়িক সংস্কৃতিচর্চাকারীদের কাছে ছিল অতীব গুরুত্বপূর্ণ।”

“ফলে তাদের নির্দেশনায় নাটকের মূল সুরটুকু মূলত ছিল মুক্তিযুদ্ধের প্রেরণাশ্রিত একটি নতুন সাম্যবাদী গণমুখি আদর্শ। অন্যদিকে ব্রেখট তাদের কাছে ছিল অথবা তারা ব্রেখটকে দেখছিলেন একটি বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটনির্ভর সাম্যবাদী সামাজিক-আদর্শিক রূপে।”

তরুণ প্রজন্মকেও ব্রেখটের নাটক প্রযোজনায় আগ্রহী হওয়ার আহ্বান জানান বাবুল বিশ্বাস। তিনি বলেন, “আদর্শ আর তত্ত্বকে নির্ভেজাল ধর্মগ্রন্থ না ভেবে সামাজিক বাস্তবতাকে তুলনামূলক বিচার বিবেচনায় রেখে তারা ব্রেখটের নাটক উপস্থাপন করুক।”

নাট্যনির্দেশক ও অভিনয়শিল্পী ত্রপা মজুমদার বলেন, “ব্রেখটের নাম উচ্চারণের সাথে সাথে একটা তত্ত্ব আমাদের সামনে চলে আসে। এসব তত্ত্ব ছাপিয়ে ব্রেখট যে একজন নাট্যকার; আমরা তা ভুলে যাই। তাই ব্রেখটের নাটক করতে হলে এই তত্ত্বকে পাশ কাটিয়েই আমাদের করতে হবে।”

বাংলাদেশের নাট্যচর্চায় ব্রেখট ‘উপেক্ষিত নয়’ মন্তব্য করে ত্রপা মজুমদার বলেন, “ব্রেখটের নাটক করতে গিয়ে বরং আমরা ভীত। এই ভীতি ভাঙতে হবে।”

সভাপতির বক্তব্যে আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ বলেন, “নাট্যকারের আগেও ব্রেখট একজন কবি। নাটকের মত কবিতাতেও তিনি একই ধরনের মেসেজ দিয়েছেন। কবিতা পড়তে গিয়ে আমাদের যদি তত্ত্ব বাধা না দেয় তবে নাটকেও দেবে না।”

স্মারক বক্তৃতার পর রাত সাড়ে ৮টায় আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করে মান্নান হীরা রচিত ও নির্দেশিত নাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বরেণ্য চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চু হাসপাতালে
পেকুয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিবাদ বিবৃতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
গোপালগঞ্জে অবরোধ, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft