গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক: রিজওয়ানা হাসান
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১২:১৭ এএম
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক বলেছেন বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ধিক্কার ও নিন্দা জানানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘শহীদ জুলাই দিবস’ এবং আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে নীলফামারীতে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও উপদেষ্টা রিজওয়ানা হাসান।

আলোচনা সভা শেষে বিকেলে একই গাড়িতে করে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তারা সড়ক অবরোধের মুখে পড়েন। এ সময় রিজওয়ানা হাসান সাংবাদিকদের কথাগুলো বলেন। আর ওই অবরোধ কর্মসূচি পালন করছিলেন এনসিপি নেতাকর্মীরা।

রিজওয়ানা হাসান বলেন, আমরা দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা হয়েছিল। আওয়ামী লীগের বিচারের কয়েকটি ধাপের মধ্যে একটি ধাপ ছিল জনগণের প্রত্যাখ্যান—সেটি সম্পন্ন হয়েছে। এখন বিচারিক দিকটি বিচার বিভাগ দেখবে।  

তিনি আরও বলেন, আমরা যখন ক্ষমতা নিলাম তখন কোনো কিছু আমাদের সঙ্গে ছিল না। গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের যদি কোনো গাফলতি থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে। পরে প্রশাসন ও উপদেষ্টাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ ছেড়ে দেয় নেতাকর্মীরা।  

এ সময় জুলাই আন্দোলনে এখনও যাদের নামে মামলা আছে, সেগুলো দ্রুত তুলে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বহরে আরও দুজন উপদেষ্টা ছিলেন, শিক্ষা উপদেষ্টা ড রফিকুল আবরার ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক: রিজওয়ানা হাসান
রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়, বাংলাদেশের ইতিহাস
এনসিপি নেতার্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে : নাহিদ ইসলাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft