বরেণ্য চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চু হাসপাতালে
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:৪৭ পিএম
চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিচক্ষণ মুরুব্বী হিসেবে পরিচিত বরেণ্য চলচ্চিত্র চিত্রগ্রাক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু (৮৩) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৪ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি আজ বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন চিত্রগ্রাহক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু।

মজনু আজকালের খবরকে বলেন, বেশকিছু দিন ধরেই বাচ্চু ভাই অসুস্থ ছিলো। এরমধ্যে জ্বরও ছিলো। ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন কিন্তু উন্নতি হয়নি। পরে অবস্থার অবনতি হলে ১৪ জুলাই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতলে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে মজনু জানান, তার লাঙ্ক বা ফুসফুসে পানি জমায় অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তাকে হাই ডেপেন্ডেসি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। 

পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, সর্বশেষ অবস্থার উন্নতি না হলে ব্যাংককে নেওয়া হতে পারে,পরিবারের পক্ষ থেকে এমনটাই ভাবা হচ্ছে। ইতিমধ্যে ছেলেরা আমেরিকা থেকে রওনা হয়েছেন। আমরা সহকর্মীরা তার সুস্থতার জন্য সকলের দোয়া চাই।

এদিকে, আব্দুল লতিফ বাচ্চুর অসুস্থতার খবরে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতির লোকজন সুস্থতা কামনায় দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন।

আব্দুল লতিফ বাচ্চু তার বিচক্ষণ কর্মকান্ডে বহুল প্রসংশিত। বিভিন্ন সময় সরকার তাকে সেন্সর (সার্টিফিকেশন বোর্ড), জুরিবোর্ডে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। এছাড়া চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

 আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগতভাবে তিনি তিন ছেলেন জনক। তারা সকলেই আমেরিকা প্রবাশী। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ সিনেমায় বিখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমায় একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় কাজ করেন ‘অবুঝ মন’ সিনেমায়। এরপর ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান। যাদুর বাঁশি (বাচসাস), দ্বীপকন্যা, নতুন বউ, মি. মাওলা, প্রতারক তার উল্লেখযোগ্য পরিচালিত সিনেমা। ক্যারিয়ারে বাচসাস ছাড়াও অর্জন করেছেন চ্যানেল আই কর্তৃক ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কার। 

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক: রিজওয়ানা হাসান
রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়, বাংলাদেশের ইতিহাস
এনসিপি নেতার্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা করেছে : নাহিদ ইসলাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft