প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩:১২ পিএম

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা-ভাঙচুরের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে পূর্বঘোষিত জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জুলাই পদযাত্রা সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই। আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের যেন অধিকার রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে।
জুলাই পদযাত্রা উপলক্ষে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা আজকে গোপালগঞ্জে এসেছি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে আসিনি। আমরা এসেছি শান্তি আর দেশ গড়ার আহ্বান নিয়ে।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও বলেন, প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণঅভ্যুত্থানের সময় বলেছিলাম বাধা দিলে বাধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে আমরা জিতে ছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুন গতিতে এর জবাব আমরা দিবো ইনশাআল্লাহ।
আজকালের খবর/বিএস