বাউল শিল্পী মো. নূর হোসেনের সংগীতযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৪:২২ পিএম
বাংলার মাঠে-ঘাটে যখন কেউ গান ধরতেন, মানুষ আপনাআপনি জড়ো হয়ে যেত-ঠিক তেমনই একজন শিল্পীর নাম মো. নূর হোসেন। ছোটবেলা থেকেই যার কণ্ঠে ছিল অপূর্ব এক মাধুর্য, যা সহজেই মন ছুঁয়ে যেত সাধারণ মানুষের।

গ্রামের মঞ্চ, শহরের অনুষ্ঠান, মাহফিল কিংবা লোকজ উৎসব-সব জায়গায়ই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তার নাম। আর তার গান শুনেই একদিন বাউল সম্রাট পাগল মনির তার প্রতিভায় মুগ্ধ হয়ে ডেকে নেন। নূর হোসেন গিয়ে সালাম ও কদমবুচি করেন। তখনই পাগল মনির তার হাতে তুলে দেন একটি একতারা-প্রতীকী সেই উপহার যেন তার বাউলজীবনের শুরু চিহ্নিত করে দেয়।

তার প্রতিভার স্বীকৃতি শুধু মানুষের ভালোবাসায় সীমাবদ্ধ ছিল না। তিনি ২০১০-২০১১ সালে “জার্নলিস্ট ফোরাম” থেকে শ্রেষ্ঠ গায়ক হিসেবে নির্বাচিত হন। তার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়মন্ড সিটি কোম্পানি তার একাধিক অ্যালবাম বাজারে প্রকাশ করে এবং বেশ কয়েকটি অ্যালবাম হয় ব্যাপক জনপ্রিয়।

তার গাওয়া গানগুলো শ্রোতাদের হৃদয়ের গভীরে ছাপ ফেলেছে। তার বিখ্যাত কিছু অ্যালবাম হলো : বন্ধুর বাড়ি, নিঠুরিয়া বন্ধু, সুজন বন্ধুরে, কালিয়া, গভীর নিশি পোহাইলো। এছাড়াও আরো বহু অ্যালবাম দেশ-বিদেশে বাজারজাত হয় এবং ইউটিউবে রয়েছে তার অসংখ্য জনপ্রিয় গান।

মো. নূর হোসেন, জন্মগ্রহণ করেন ১ ফেব্রুয়ারি ১৯৭৮ সালে, ঢাকার খিলখেত থানার বরুয়া গ্রামে। তার পিতা- মো. মোনতাজ উদ্দিন, মাতা- মরিয়ম বেগম। শৈশব থেকেই গান ছিল তার নেশা ও ধ্যান। আর সেই নেশাই একদিন তাকে করে তোলে একজন বিখ্যাত বাউল শিল্পী।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাজুল ইসলাম খানের প্রীতিভোজ
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত: তাহের
যারা একসময় হতাশায় ভুগেছিল, তারাই এখন দেশের নেতৃত্ব দিচ্ছে : প্রধান উপদেষ্টা
ফের বাড়ল সোনার দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের 'সংশপ্তক' প্যানেল ঘোষণা
নুরের ওপর হামলার ঘটনায় কর্মসূচি ঘোষণা করল জামায়াত
নুরের চোয়ালের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন
বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই: সালাহউদ্দিন আহমদ
উখিয়ায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft