সারা অর্জুনের সঙ্গে ছবি করে সমালোচনায় রণবীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১১:৫৯ এএম
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ৪০তম জন্মদিনে তার নতুন ছবি ‘ধুরন্ধর’-এর পোস্টার প্রকাশ করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তবে প্রশংসার পাশাপাশি এবার তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি। কারণ, ছবিটিতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন মাত্র ২০ বছর বয়সী অভিনেত্রী সারা অর্জুন অর্থাৎ রণবীরের থেকে প্রায় ২০ বছরের ছোট। 

ছবির পোস্টার প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা মন্তব্য। অনেকেই লিখেছেন, “সালমানের মতো রণবীরও হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন।” এর আগেও বলিউডে বয়সের বড় ব্যবধান নিয়ে বিতর্ক হয়েছে। সালমান খান ৩১ বছরের ছোট রাশমিকা মন্দানা ও আমির খান ২৩ বছরের ছোট জেনেলিয়া ডি’সুজা-র সঙ্গে পর্দায় রোমান্স করে সমালোচিত হন। এবার সেই বিতর্কে নাম লিখিয়েছেন রণবীর।

দক্ষিণী সিনেমার পরিচিত মুখ সারা অর্জুন একজন প্রতিভাবান অভিনেত্রী। মাত্র ছয় বছর বয়সে ‘দেইভা থিরুমঙ্গলম’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। এরপর হিন্দি ছবি ‘৪০৪’, ‘এক থি ডায়েন’, সালমান খানের ‘জয় হো’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঐশ্বরিয়া রাইয়ের ‘পোনইন সেলভান’ ছবিতে তার কিশোরী রূপেও দেখা গেছে তাকে।

জানা গেছে, ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর ও সারার মধ্যে থাকবে ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যও। যদিও সারার চরিত্রের গুরুত্ব এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ছবিটি মুক্তি পাবে ৫ ডিসেম্বর ২০২৫। তার আগেই বয়সের ব্যবধান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক এবং কৌতূহল।

সমালোচনার মুখে পড়লেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, বয়সের ফারাক কি আদৌ ছবির জনপ্রিয়তায় প্রভাব ফেলবে, নাকি অভিনয় গুণেই দর্শকদের মন জয় করবেন রণবীর-সারা জুটি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ চলছে: ফয়েজ আহমদ
চুরির পর কক্সবাজারে পুলিশের স্ত্রীকে ধর্ষণ
পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইইউতে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
দেশে ফিরে যা বললেন জামায়াত আমির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিবন্ধন চেয়ে আবেদনকারী ১৪৪টি দলই প্রাথমিক বাছাইয়ে ফেল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft