প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১১:৫৯ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ৪০তম জন্মদিনে তার নতুন ছবি ‘ধুরন্ধর’-এর পোস্টার প্রকাশ করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তবে প্রশংসার পাশাপাশি এবার তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি। কারণ, ছবিটিতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন মাত্র ২০ বছর বয়সী অভিনেত্রী সারা অর্জুন অর্থাৎ রণবীরের থেকে প্রায় ২০ বছরের ছোট।
ছবির পোস্টার প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা মন্তব্য। অনেকেই লিখেছেন, “সালমানের মতো রণবীরও হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন।” এর আগেও বলিউডে বয়সের বড় ব্যবধান নিয়ে বিতর্ক হয়েছে। সালমান খান ৩১ বছরের ছোট রাশমিকা মন্দানা ও আমির খান ২৩ বছরের ছোট জেনেলিয়া ডি’সুজা-র সঙ্গে পর্দায় রোমান্স করে সমালোচিত হন। এবার সেই বিতর্কে নাম লিখিয়েছেন রণবীর।
দক্ষিণী সিনেমার পরিচিত মুখ সারা অর্জুন একজন প্রতিভাবান অভিনেত্রী। মাত্র ছয় বছর বয়সে ‘দেইভা থিরুমঙ্গলম’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। এরপর হিন্দি ছবি ‘৪০৪’, ‘এক থি ডায়েন’, সালমান খানের ‘জয় হো’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঐশ্বরিয়া রাইয়ের ‘পোনইন সেলভান’ ছবিতে তার কিশোরী রূপেও দেখা গেছে তাকে।
জানা গেছে, ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর ও সারার মধ্যে থাকবে ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যও। যদিও সারার চরিত্রের গুরুত্ব এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ছবিটি মুক্তি পাবে ৫ ডিসেম্বর ২০২৫। তার আগেই বয়সের ব্যবধান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক এবং কৌতূহল।
সমালোচনার মুখে পড়লেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, বয়সের ফারাক কি আদৌ ছবির জনপ্রিয়তায় প্রভাব ফেলবে, নাকি অভিনয় গুণেই দর্শকদের মন জয় করবেন রণবীর-সারা জুটি।
আজকালের খবর/বিএস