পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২:৫২ পিএম
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বুধবার (১৬ জুলাই) সকালে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে এবারের সিরিজটি কোনো আন্তর্জাতিক সূচির (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতে আয়োজন করা হয়েছে সিরিজটি।

এই সফরে পাকিস্তান দলে নেই বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। বিশ্রামে রয়েছেন অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান এবং পেসার শাহীন শাহ আফ্রিদি। ইনজুরির কারণে বাদ পড়েছেন হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও অলরাউন্ডার শাদাব খান। ফলে এবারের ১৫ সদস্যের দলে দেখা যাবে বেশ কিছু নতুন মুখ। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন দুই তরুণ পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি: প্রথম ম্যাচ: ২০ জুলাই,  দ্বিতীয় ম্যাচ: ২২ জুলাই ও তৃতীয় ম্যাচ: ২৪ জুলাই সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সফর শেষে  ২৫ জুলাই ঢাকা ত্যাগ করবে পাকিস্তান দল। 

সিরিজের টিকিট অনলাইনে বিক্রি চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (www.gobcbticket.com.bd)। একজন দর্শক একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে প্রতিটি ম্যাচের সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। সর্বনিম্ন টিকিটের দাম ৩০০ টাকা আর সর্বোচ্চ টিকিটের দাম ৩৫০০ টাকা। অনলাইনে টিকিট শেষ হলে অবশিষ্ট টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথগুলোতে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

দুই দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া এই সিরিজে জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকা-জারিয়া ইন্টারসিটি চালুর দাবি
ব্রি-তে ‘জুলাই শহীদ দিবস’ পালিত
গভীর শ্রদ্ধায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বদলগাছীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
‘গোপালগঞ্জের পরিস্থিতি ধৈর্যের সাথে সামলানোর চেষ্টা করছে পুলিশ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
গোপালগঞ্জে অবরোধ, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক
এবার গোপালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft