ঢোলের তালে বাংলার প্রাণ: বরিশালের গর্ব ঢোলবাদক কামাল
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৩২ পিএম
বাংলার লোকজ সংস্কৃতিতে ঢোল এক অবিচ্ছেদ্য বাদ্যযন্ত্র। আর এই ঢোলেই মানুষের হৃদয় জয় করে চলেছেন বরিশালের ওয়াজিরপুরের গর্ব, ঢোলবাদক কামাল। ১৯৮০ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন তিনি মো. আলী ও আফিয়া বেগমের ঘরে।

ঢোলের প্রতি ভালোবাসা তার রক্তে বহমান। শৈশবেই তার পিতা, খ্যাতিমান ঢোলবাদক মোহাম্মদ আলীর কাছ থেকেই তার হাতেখড়ি। বাবাই ছিলেন তার প্রথম ও প্রধান ওস্তাদ। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় কামাল নিজেকে গড়ে তুলেছেন এক দক্ষ ও হৃদয়গ্রাহী ঢোলবাদক হিসেবে।

ঢোলবাদক কামাল তার জীবনে বহু মেলা, কীর্তন, মাহফিল, গ্রামীণ ও শহুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তার বাদনে আছে আত্মার ছোঁয়া, যা শ্রোতাদের নাচিয়ে তোলে, হাসায়, আবেগে ভাসায়।
তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পারফর্ম করেছেন। ঘঞঠ, এষড়নধষ ঞঠ, গানবাংলা চ্যানেল, তকিনি টিভি।

এছাড়াও তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তার পারফরমেন্সের জন্য সম্মাননা ও প্রশংসা অর্জন করেন।
ঢোলবাদক কামালের অ্যালবামগুলো লোকসংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তার উল্লেখযোগ্য অ্যালবাম: পহেলা বৈশাখ, তালে তালে নাচ, তাকধুম তাক ধুম, মেলায় যাইরে।

প্রতিটি অ্যালবামেই তিনি লোকজ ঢঙে উৎসব, আনন্দ, ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরেছেন তার ঢোলের তালে। তিনি শতাধিক বাউল শিল্পীর সঙ্গে কাজ করেছেন-তাদের গানকে প্রাণ দিয়েছেন নিজের তাল ও ছন্দের মাধ্যমে। বেতার ও টেলিভিশনে নিয়মিত পারফর্ম করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম সেরা ঢোলবাদক হিসেবে।

ঢোলবাদক কামাল আজ শুধু একজন বাদ্যযন্ত্র শিল্পী নন, বরং তিনি বাঙালির আত্মার সঙ্গে মিশে থাকা সুরের এক নিঃশব্দ বাহক। তার সৃষ্টিশীলতা, নিষ্ঠা ও সাংস্কৃতিক অবদানের জন্য আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করি।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বরেণ্য চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চু হাসপাতালে
পেকুয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, নিহত ৩
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিবাদ বিবৃতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভয় কিসের? আমরাও সাংবাদিক ডেকে নিউজ করাব: জুনিয়রদেরকে নাহিদ
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড
গোপালগঞ্জে অবরোধ, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতা আটক
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয়: অন্তর্বর্তী সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft