তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:৫৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার, ষড়যন্ত্র ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওই সময় একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিবাদী  স্লোগানে কম্পিত হয়ে ওঠে রাজপথ। 
 
মঙ্গলবার (১৫ জুলাই) গাজীপুর জেলা  শহরের প্রধান সড়কে এই বিক্ষোভ  মিছিলটি অনুষ্ঠিত হয়, এতে জেলা, উপজেলা,  পৌর ও ইউনিয়নের হাজার হাজার  নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না বিক্ষোভপূর্ব সমাবেশে বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের প্রিয় নেতা  তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, অপপ্রচার ও অশালীন স্লোগান প্রমাণ করে একটি একাত্তরের পরাজিত শক্তি  ওই গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাদের এই অপচেষ্টা আমরা রাজপথে প্রতিহত করব।

তিনি অভিযোগ করেন, একটি গোপন সংগঠন দীর্ঘদিন ধরে দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা করছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে অপমানজনক প্রচারণা চালাচ্ছে।

হাসিবুর রহমান মুন্না আরও বলেন,  তারেক রহমান দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। তার জনপ্রিয়তা রুখতে একটি অপশক্তি বারবার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা জানে কে সত্যিকারের দেশপ্রেমিক এবং কারা সন্ত্রাসের পৃষ্ঠপোষক।

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও বিএনপির  অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। যারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তাদের আমরা চিহ্নিত করব এবং আইনের আওতায় আনব।

তিনি বলেন,  ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের হারানো গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার করা হবে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করে আমরা আবারো দেশে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে আনব।

বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ জানান। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল জানিয়েছে, সারাদেশে এই ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি চলবে।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকারঘনিষ্ঠ একটি মহল দেশের রাজনৈতিক বিরোধী দলদের দমন করতে এই ষড়যন্ত্রে মদদ দিচ্ছে। তবে, তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপির বর্তমান আন্দোলনের পটভূমিতে এই বিক্ষোভ একটি প্রতীকী প্রতিরোধ হিসেবে দেখছেন। তারা মনে করেন, তারেক রহমানকে কেন্দ্র করে বিএনপির ঘুরে দাঁড়ানোর কৌশল এখন আরও সংগঠিত ও ধারাবাহিক হচ্ছে। তবে একইসঙ্গে তারা সতর্ক করে দিচ্ছেন, রাজনৈতিক উত্তেজনার মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সেজন্য সব পক্ষেরই দায়িত্বশীল আচরণ জরুরি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
কক্সবাজার সমুদ্রে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম
এনবিআরের আরও ৭ কর্মকর্তা বরখাস্ত
পরকীয়া: স্বামীর হাতে প্রেমিক খুন, স্ত্রী গ্রেপ্তার
নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে: ফারুক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নিবন্ধন চেয়ে আবেদনকারী ১৪৪টি দলই প্রাথমিক বাছাইয়ে ফেল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft