সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
এবার একসঙ্গে বড় পর্দায় নিশো-মেহজাবীন
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম
টিভি কিংবা ওটিটি অথবা ইউটিউব; সব মাধ্যমেই নাটকের সবচেয়ে সফল জুটি হিসেবে ধরা হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। যদিও মাঝে লম্বা সময় এই জুটিকে একসঙ্গে পায়নি ভক্তরা। কারণ, দুজনেই নাটক অতিক্রম করে নিজেদের মেলে ধরেছেন সিনেমায়। এরমধ্যে নিশো বাণিজ্য ও অ্যাকশন ঘরানাকে বেছে নিলেও মেহজাবীন চৌধুরী নিজের লাগাম টেনে রেখেছেন রক্ষণশীল ফরমেটে। নিজের সিনেমা নিয়ে যোগ দিয়েছেন বিশ্বের বেশ ক’টি নামকরা উৎসবে, পেয়েছেন তুমুল করতালি ও পুরস্কার। বিপরীতে নিশো মাত করেছেন দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহ।

যেন দু’জনার দুটি পথ সফলভাবে দুটি দিকে গেছে বেঁকে। তবে সেই বেঁকে যাওয়া পথ দুটি আবার মিলছে একই বাঁকে। খবর মিলছে, দু’জনকে নিয়ে তৈরি হচ্ছে একটি সিনেমা। যেখানে বাণিজ্য আর শিল্প একে অপরের হাত ধরে এগিয়ে যাবে। কারণ, এটি নির্মাণ করছেন মেধাবী নির্মাতা ভিকি জাহেদ।
সিনেমাটি প্রসঙ্গে এখনই কেউ কিছু বলতে নারাজ। কারণ, বড়সড় আনুষ্ঠানিকতার পরিকল্পনা চলছে। তবে নাম প্রকাশে অনীহ অনেকেই খবরটি নিশ্চিত করেছেন। শিগগিরই গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটি প্রসঙ্গে প্রকাশ করবেন সংশ্লিষ্টরা।

জেনে নেওয়া যাক নিশো ও মেহজাবীন জুটির সফল কয়েকটি কাজের নাম। ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’, ‘শিল্পী’, ‘নীল জলের কাব্য’ প্রভৃতি।

বিশেষ করে ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ সিরিজটি ডার্ক থ্রিলার ও সাসপেন্স ঘরানায় দর্শকের ভিন্নরকম অভিজ্ঞতা এনে দেয়। ২০২১ সালে শুরু হওয়া এই ধারাবাহিক নাটকের একাধিক কিস্তি প্রচারিত প্রশংসার সঙ্গে।

এই জুটিকে প্রথমবার ওটিটিতে একসঙ্গে দেখা যায় একই নির্মাতার ‘রেডরাম’-এ। একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া রহস্যময় গল্পে নিশো ও মেহজাবীনের অভিনয় দর্শকের কৌতূহল বাড়িয়ে দেয়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ‘মরীচিকা’, ‘কাইজার’, ‘সিন্ডিকেট’সহ নানা কাজের মাধ্যমে তারা আলাদাভাবেও প্রশংসা কুড়িয়েছেন।

দু’জনে বড় পর্দায় এক হওয়ার আগে আফরান নিশো সম্প্রতি শেষ করেছেন ‘দম’ সিনেমার শুটিং, যার মাধ্যমে কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন রেদওয়ান রনি। অন্যদিকে মেহজাবীন চৌধুরী কাজ করছেন শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন প্রীতম হাসান।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডোমারে উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ
গোপালগঞ্জে কারাবন্দি বাবাকে বিজয়ী করতে মাঠে ১৬ বছর বয়সী ছেলে খাইরুল
আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন
পদত্যাগ করলেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ
জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা আসছেন ২৭ জানুয়ারি
লাপাত্তা বিএনপিপন্থি বিভাগীয় সভাপতি, ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত, বিক্ষোভ
হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft