সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
বড়দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য বড় সুখবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তাঁর আগামী বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর মুক্তির তারিখ।

জানা গেছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর, বড়দিনের ঠিক আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার। সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৫ সেকেন্ডের একটি টিজার শেয়ার করে নিজেই ছবিটির মুক্তির দিন ঘোষণা করেন শাহরুখ খান।

টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে মেতে ওঠেন অনুরাগীরা।

‘কিং’ সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খানের প্রথম অন-স্ক্রিন কোলাবরেশন। যদিও সুহানা এর আগে ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে ওটিটিতে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন, তবে ‘কিং’-ই হবে তাঁর প্রথম বড় পর্দার সিনেমা।

গুঞ্জন অনুযায়ী, ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন দক্ষ ও রহস্যময় আততায়ীর ভূমিকায়, আর সুহানা থাকবেন তাঁর শিষ্যার চরিত্রে।

বাস্তব জীবনের বাবা–মেয়ের এই সম্পর্ক রূপালি পর্দায় কীভাবে ধরা পড়ে, তা দেখার জন্য দর্শকরা ইতিমধ্যেই মুখিয়ে আছেন।

প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘কিং’ ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল অ্যাকশন ড্রামা হতে চলেছে। ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমায় শাহরুখের বিপরীতে এক শক্তিশালী নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।

এছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রাঘব জুয়েল ও আরশাদ ওয়ারসি যা ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

মুম্বাই ছাড়াও পোল্যান্ডসহ বিশ্বের একাধিক আন্তর্জাতিক লোকেশনে ছবিটির শুটিং চলছে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর— যা সিনেমার সাউন্ডট্র্যাক নিয়েও বাড়তি প্রত্যাশা তৈরি করেছে।

সব মিলিয়ে, মুক্তির তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ‘কিং’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। বড়দিনে শাহরুখ খান যে আবারও প্রেক্ষাগৃহে রাজত্ব করতে চলেছেন, তা বলাই বাহুল্য।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পাঠানো শুরু: ইসি সচিব
গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ
জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা আসছেন ২৭ জানুয়ারি
লাপাত্তা বিএনপিপন্থি বিভাগীয় সভাপতি, ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত, বিক্ষোভ
হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft