প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম

সময় কারো এক যায় না। সেটা আবারও প্রমাণ করলেন বিক্রান্ত ম্যাসি। গত বছর ‘টুয়েলভথ ফেল’-এর জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। আর এ বছর তার নতুন ছবির সঙ্গে হলিউড কানেকশন যোগ হতে চলেছে।
জানা গেছে, এই ছবিতে জেনিফার লোপেজের একটা বড় ভূমিকা রয়েছে। এই খবর সত্যি হলে বিক্রান্তের প্রাপ্তির ঝুলিতে নতুন মাইলফলক যুক্ত হতে যাচ্ছে।
জানা গেছে, বিক্রান্তের প্রথম হলিউড ছবির নাম ‘হোয়াইট’। থ্রিলার ঘরানার ছবি।
এই ছবিতে জেনিফার একটি গান গাইবেন বলে জানা গেছে। এই গান তৈরি হবে ইংরেজি এবং স্প্যানিশ ভাষায়। ছবির পরিচালনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবিকে ঘিরে প্রথম থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা প্রবল।
বিশেষ করে জেনিফারের গান গাওয়ার খবরে উচ্ছ্বসিত বিক্রান্তের অনুরাগীরা।
জেনিফার গান গাইবেন কি না, সেটা এখনো নিশ্চিত করেননি নির্মাতারা। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সবটাই এখন আলোচনার স্তরে রয়েছে। ছবির শুটিং শুরু হয়েছে বেশ কিছু দিন হলো। সিংহভাগ অংশের শুটিংও শেষ।
ইংরাজি এবং স্প্যানিশ ভাষা ছাড়াও আরো ২১টি ভাষায় ছবির ডাবিং হওয়ার কথা।
সূত্র : ডেকান ক্রনিকল, বলিউড হাঙ্গামা
আজকালের খবর/আতে