সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
বগুড়ার ‘নো ডাইস’ নেপাল চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৪তম নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NAIFF)-এ পুরস্কার অর্জন করেছে বগুড়ার তরুণ নির্মাতা সাগর ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ডাইস’। চলচ্চিত্রটি উৎসবের Best International Short Film বিভাগে Honourable Mention লাভ করে।

গত ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলা এই আন্তর্জাতিক উৎসবে বিশ্বের ২০ টি দেশের ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আন্তর্জাতিক জুরি বোর্ড ‘নো ডাইস’-এর বিষয়বস্তুর গভীরতা, নির্মাণশৈলী ও দার্শনিক উপস্থাপনাকে বিশেষভাবে মূল্যায়ন করেন।

নির্মাতা সাগর ইসলাম জানান, জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মানব অস্তিত্বের প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে প্রতীকী ভাষার মাধ্যমে একটি নীরব বার্তা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক এ স্বীকৃতি ভবিষ্যতে আরও সততা ও দায়বদ্ধতার সঙ্গে গল্প বলার অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন এবং আয়োজক ও জুড়িবোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উৎসবে বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে বাংলাদেশের খন্দকার সুমনের ‘সাঁতাও’ পুরস্কার অর্জন করে। অপরটি, শায়লা রহমান তিথীর পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরাপাতার চিঠি’ বেস্ট ওমেন ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে। 

এরআগে সাগর ইসলাম এর ‘নো ডাইস’ ইটালিতেও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে এবং বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও অফিসিয়াল সিলেকশানের মাধ্যমে প্রদর্শিত হয়।

সাগর জানান, আন্তর্জাতিক উৎসব পর্ব শেষে ‘No Dice’ দেশি-বিদেশি দর্শকদের জন্য অনলাইন স্ট্রিমিং ও নির্বাচিত বিশেষ স্ক্রিনিংয়ের মাধ্যমে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি দর্শক ছবিটির ভাবনার সঙ্গে যুক্ত হতে পারেন।

নো ডাইস চলচ্চিত্রটি সম্পাদনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী। আবহ সঙ্গীত করেন অমিত চ্যাটার্জি। সিনেমাটোগ্রাফিতে ছিলেন অমিতাব অবাক। স্বল্পদৈর্ঘে্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাগর ইসলাম, তানভিন নাফিসা, লাসাইফ রাতিন আশিও, মুশফিক সৌমিক, সাজিদ রহমান ও শহিদুর রহমান।

উল্লেখ্য, নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়া ও আফ্রিকার চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে পরিচিত।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডোমারে উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ
গোপালগঞ্জে কারাবন্দি বাবাকে বিজয়ী করতে মাঠে ১৬ বছর বয়সী ছেলে খাইরুল
আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন
পদত্যাগ করলেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ
জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা আসছেন ২৭ জানুয়ারি
লাপাত্তা বিএনপিপন্থি বিভাগীয় সভাপতি, ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত, বিক্ষোভ
হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft