প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:৫৩ পিএম

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরা সফর করবেন। এনিয়ে রবিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দলটির সাতক্ষীরা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি বেলা ১২টায় শহরের আমতলায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় সাতক্ষীরা বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেখানে জেলার চারটি আসনের জামায়াত প্রার্থীগণ উপস্থিত থাকবেন।
জনসভায় সর্বস্তরের নেতাকর্মী সহ লক্ষাধিক মানুষের আগমন ঘটবে বলে জানান।জনসভা সফল করতে নেতাকর্মী, সাংবাদিক,প্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর।
এসময় সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস