সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম
আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার সিক্স পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে আগামী ৩১ জানুয়ারি স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে যুবা টাইগাররা।

গ্রুপ পর্বের ফলাফলের কারণে কিছুটা চাপে থেকেই সুপার সিক্স শুরু করতে হচ্ছে বাংলাদেশকে। ‘বি’ গ্রুপে ভারতের কাছে হারের ফলে কোনো পয়েন্ট পায়নি তারা। তবে বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে আজিজুল হাকিমের দল। গ্রুপ পর্বে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ।

তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্স-আপ হিসেবে শেষ করে বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে জায়গা করে নেয়।

নিয়মানুযায়ী, ‘বি’ গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে খেলবে ‘সি’ গ্রুপের দলগুলোর বিপক্ষে। ‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে সুপার সিক্সে উঠেছে। ফলে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অর্জনকারী জিম্বাবুয়ের বিপক্ষে। গ্রুপ ‘সি’-এর রানার্স-আপ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো ম্যাচ নেই।

বাংলাদেশ একাদশ: জাওয়াদ আবরার, রিফাত বেগ, আজিজুল হাকিম (অধিনায়ক), কালাম সিদ্দিকী, রিজান হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ (উইকেটরক্ষক), সামিউন বাসির, শাহরিয়ার আহমেদ, স্বাধীন ইসলাম, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এবার নৌকা নাই, নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছে: মির্জা ফখরুল
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ জন আটক
গানকে ভালোবেসে সংগীতে আসা
২০২৫ সালে বিজিবির অভিযানে প্রায় ১,৯০৮ কোটি টাকার চোরাচালান জব্দ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ
লাপাত্তা বিএনপিপন্থি বিভাগীয় সভাপতি, ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত, বিক্ষোভ
হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
ডিমলায় বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষে সভা অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft